হায়দ্রাবাদের অটোরিক্শা চালকের ছেলে সিরাজ এখন ভারতীয় দলে!

0
262

ক্রিকেট থেকে তাঁর প্রথম আয় মাত্র ৫০০ টাকা। কিন্তু সেই আয়টাই যে ২ কোটি ৬০ লাখে পরিণত হবে, সেটি কি সে সময় ভেবেছিলেন মোহাম্মদ সিরাজ? গত ফেব্রুয়ারিতে আইপিএল নিলামে ২ কোটি ৬০ লাখ টাকায় সানরাইজার্স হায়দ্রাবাদ কিনে নিয়েছিল তাঁকে। ভাগ্য খুলে যাওয়া যাকে বলে, সেটার শুরু তখন থেকেই। আইপিএলে দুর্দান্ত খেললেন, বলে গতি দিয়েও মুগ্ধ করলেন সবাইকে।

সানরাইজার্স-এর জার্সিতে

ভারতীয় ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে সুযোগ হলো, সেই সিরাজেরই স্বপ্ন পূরণ হতে চলেছে ভারতীয় দলের জার্সি গায়ে দেওয়ার। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন হায়দ্রাবাদের এই তরুণ ক্রিকেটার।

বাবা-মার সঙ্গে

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সিরাজের সুযোগ পাওয়াটা যথেষ্ট বড় পাওনা।
পরিশ্রম মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, তার সেরা উদাহরণ এটি। অটোরিকশাচালক বাবার ছেলে—ক্রিকেটকেই বেছে নিয়েছিলেন পরিশ্রমের ক্ষেত্র হিসেবে। সেই জায়গায় তিনি উতরে গেছেন। আইপিএলের নিলামে তো আর রাস্তা থেকে উঠে আসেননি। রীতিমতো পরিশ্রম করেই ২ কোটি ৬০ লাখ টাকায় বিক্রি হয়েছিলেন; ভারতীয় ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফর কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে সুযোগ পাওয়াটা সেই পরিশ্রমেরই পুরস্কার।
নিজেকে ধাপে ধাপেই গড়ে তুলেছেন সিরাজ।

ছবি-সংগৃহিত, স্বপ্নের দৌড় শুরু

প্রথমে খেলেছেন হায়দ্রাবাদ অনূর্ধ্ব-২২ প্রতিযোগিতায়। এরপর সৈয়দ মুস্তাক আলী ট্রফি, বিজয় হাজারে ও রঞ্জি ট্রফি হয়ে এবার আইপিএলে। ভারতীয় দলে ডাক পাওয়ার স্বপ্নটাও এখন দিগন্তে উঁকি দিতে শুরু করেছিল আইপিএল নিলামের সময়ই বলেছিলেন যে তাঁর মিশন কিন্তু ভারতীয় জাতীয় দলই।
স্বপ্ন পূরণের পর সিরাজ আজ নিশ্চয়ই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তবে এ তো কেবল শুরু জীবনের নতুন অধ্যায়ের। ভালো খেলে জাতীয় দলে আসন পাকা করাই এখন তাঁর লক্ষ্য। তা ছাড়া ওয়ানডে, টেস্ট দলেও তো জায়গা করে নেওয়া চাই!

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here