হরষিত সিংহ,মালদহঃ
স্বামীর অবর্তমানে ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা। প্রতিবাদ করায়, ধারালো অস্ত্র দিয়ে বৌদিকে কোপানোর অভিযোগ উঠল দেওর সহ তিন জনের বিরুদ্ধে। গৃহবধুকে বাঁচাতে গিয়ে লাঠির ঘায়ে আহত হয় এক প্রতিবেশী।রবিবার রাতে মালদা থানার সাহাপুর পঞ্চায়েতের বাজারপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধু বর্তমানে মালদহ মেডিকেলে চিকিৎসাধীন। অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত গৃহবধূর নাম মৌসুমী চৌধুরী(৩০)। অভিযুক্ত হারু চৌধুরী, তনুশ্রী চৌধুরী ও নমিতা চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ দায়ের। জানা গেছে, রবিবার রাত নটা নাগাদ স্বামীর অবর্তমানে দেওর হারু চৌধুরী গৃহবধুর ঘরে ঢোকে। অভিযোগ এরপর শ্লীলতাহানী করতে গেলে সে ঘটনার প্রতিবাদ জানাই গৃহবধূ। এরপরই ধারালো অস্ত্র নিয়ে দেওর চড়াও হয় বৌদির উপর । দেওরের সাথে যোগ দিয়ে জা তনুশ্রী চৌধুরী ও শাশুড়ি নমিতা চৌধুরীও হামলা চালায় বলে অভিযোগ। গৃহবধুকে বাঁচাতে গিয়ে আহত হয় এক প্রতিবেশী প্রনব সিংহ। রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে এলাকাবাসী । প্রথমে ঐ গৃহবধূকে ভর্তি করা হয় মৌলপুর গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। জানা গেছে তার মাথায় দশটি সেলাই পড়েছে। মালদা থানায় অভিযোগ হলেও অভিযুক্তরা পলাতক। দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন আহত গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে মালদহ থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584