হরষিত সিংহ,মালদহঃ
পৈতৃক সম্পত্তি ভাগাভাগিকে কেন্দ্র করে বিবাদের জেরে বৌদিকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে।মাকে বাঁচাতে গিয়ে অভিযুক্তের হাতে গুরুতর জখম হল মৃতার ছেলে।শনিবার মালদহের হরিশ্চন্দ্রপুর থানার শিবমন্দির পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।জখম কিশোর বর্তমানে মালদহ মেডিকেলে চিকিৎসাধীন। হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ। তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম গৌরীদেবী সাহা(৩৫)।জখম ছেলের নাম কৃষ্ণ কুমার সাহা।স্বামী উত্তম সাহা। তিনি পেশায় শ্রমিক। বাড়ী হরিশ্চন্দ্রপুর থানার শিবমন্দির পাড়া এলাকায়।জানা গিয়েছে গত কয়েক মাস আগে উত্তম সাহার বাবা মারা গিয়েছেন। বাবা গচ্ছিত টাকা পয়সা থেকে সমস্ত সম্পত্তি তিন ভাই ভাগ বাটোয়ারা করে নেয়। কিন্তু টাকার ভাগ নিয়ে ছোট ভাই পূর্ণপ্রতাপ সাহার সঙ্গে উত্তম সাহার বিবাদ শুরু হয়। শনিবার বিকেলে দাদা উত্তম সাহার বাড়ীতে টাকার ভাগ চাইতে যায় পূর্ণ প্রতাপ,কিন্তু সেই সময় বাড়ীতে ছিলেন না উত্তম সাহা।তার স্ত্রী গৌরীদেবী সাহার কাছে ভাগের টাকা চায়,কিন্তু গৃহবধূ বিষয়টি না জানায় তার দাদাকে বলতে বলে।এই নিয়ে বৌদির সঙ্গে বিবাদ শুরু করে অভিযুক্ত। অভিযোগ সেই সময় নিজের কাছে থাকা ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় বৌদির উপর।তাকে এলোপাথাড়ি কোপ মারে।মায়ের চিৎকার শুনে ছুটে আসে কৃষ্ণ কুমার সাহা।তাকেও ধারালো অস্ত্রের কোপ মারে অভিযুক্ত। অভিযুক্তের হাত থেকে বাঁচতে মা ও ছেলে এক প্রতিবেশির বাড়ীতে পালিয়ে যায়।পরে প্রতিবেশিরা জখম মা ছেলেকে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। কিন্তু দুই জনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে মালদহ মেডিকেলে রেফার করে। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মৃত্যু হয় গৌরীদেবীর। ঘটনায় মৃতার পরিবারের লোকেরা হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ। তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584