নিজস্ব সংবাদদাতা,মালদহঃআসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মালদা জেলায় তৃণমূল ও বিজেপিকে ঠেকাতে জেলা পরিষদে বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতায় জেলা কংগ্রেস। দুই দলের রাজ্য কমিটির পক্ষ থেকে জোট না করায় মালদা জেলার এমন সিদ্ধান্ত। এমনটাই ইঙ্গিত কোতুয়ালি ভবন থেকে। যদিও কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার কথা সরাসরি স্বীকার না করে জেলা সিপিআইএমের সম্পাদক অম্বর মিত্র বলেন, জেলা পরিষদের যে সমস্ত আসনে আমাদের লড়াই করার ক্ষমতা আছে সেগুলিতে আমরা প্রার্থী দেব। মালদা জেলা পরিষদের মোট আসন সংখ্যা ৩৮।
২০১৩ সালের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে বোর্ড গঠন করে কংগ্রেস। প্রায় তিন বছর কংগ্রেসের বোর্ড চলার পর সভাধিপতি সহ বেশ কয়েক জন সদস্য তৃণমূলে যোগদান করে। জেলা পরিষদ হাত ছাড়া হয় কংগ্রেসের। রাজ্যের শাসক দল এবার নির্বাচনে মাধ্যমে জেলা পরিষদ দখল করতে সর্বশক্তি প্রযোগে প্রস্তুত। অপর দিকে কিছুটা হলেও মালদা জেলায় প্রভাব ফেলেছে ভারতীয় জনতা পার্টির।
জেলায় এমন পরিস্থিতিতে সর্তক কংগ্রেস নেতৃত্ব। তাই জেলায় ক্ষমতায় থাকতে বিধানসভা ভোটের মত আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে জোট চেয়েছিল মালদা জেলা কংগ্রেস। কিন্তু শেষ পর্যন্ত ডান-বাম জোট না হওয়ায় আসন সমঝোতা মালদায়। এই বিষয়ে জেলা কংগ্রেসের সভা নেত্রী তথা সাংসদ মৌসম বেনজির নূর বলেন,জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। আবারো আমরা জেলা পরিষদের বোর্ড গঠন করব। গত বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে জোট করে আমরা ভাল ফল করেছিলাম। তবে পঞ্চায়েত নির্বাচনে জোট হচ্ছেনা। তাই আসন সমঝোতার পথে আমরা। তবে কিছু আসনে বন্ধুত্ব পূর্ণ লড়াই হবে। তবে নিজেদের অবস্থান গোপন রেখে জেলা সিপিআইএমের সম্পাদক অম্বর মিত্র বলেন, আমরা এখনো জেলা পরিষদের প্রার্থী তালিকা প্রকাশ করিনি। মনোনয়ন প্রক্রিয়া চলছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584