উচ্চ প্রাথমিকে নিয়োগ- শিক্ষিত বেকারদের কন্ঠধ্বনির গর্জন আগামীকাল

0
217

আনিসুর রহমান,কোলকাতা:-

বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে এস এস সি উচ্চ প্রাথমিকের চাকুরী প্রার্থীরা।শুধু তাই নয় আমরন অনশনের হুমকিও দিয়েছে তারা।আগামীকাল আন্দোলনে তার প্রতিফলন ঘটবে-আশঙ্কা করা হচ্ছে কোলকাতার বৃহদাংশ স্তব্ধ হবে ।

এখানেই হবে অবস্থান বিক্ষোভ

তাদের মতে প্রায় দু-বছর মুখ বন্ধ করে বসে আছে তারা, কিন্তু আর নয়।সল্টলেকের ময়ূখ ভবনের সামনে, সকাল ১০টায় বিশাল জমায়েত ও প্রয়োজনে অনশনের ডাক দিয়েছেন।
উচ্চ প্রাথমিক ২০১২-২০১৫ নিয়োগ প্রার্থী কমিটি মঞ্চের আহ্বানে এই জমায়েত মোট নয়টি দাবি নিয়ে।

তাদের মূখ্য দাবী উচ্চ প্রাথমিকের up-to-date ভ্যাকান্সিতে অন স্পট মেরিট লিষ্ট প্রকাশ ও জানুয়ারির মধ্যে নিয়োগ সম্পূর্ণ করা।

ছবি-সংগৃহিত

অন‍্যান‍্য দাবিগুলো হল-ওয়ার্ক ও ফিজিক্যালের রেজাল্ট আপডেট ভ্যাকান্সিতে প্রকাশ,
নবম দশমের তালিকাভুক্ত প্রার্থীরা যেন উচ্চ প্রাথমিকের সিট ব্লক কতে না পারে তার ব‍্যবস্থা করা, ভেরিফিকেশনের মাধ্যমে ভূয়ো পরীক্ষার্থীদের বাদ দেওয়ার ব‍্যবস্থা,

সংগৃহিত

এস এস সি পরিক্ষার গতি আগের মত ফিরিয়ে আনা,চূড়ান্ত পূর্ণাঙ্গ তালিকা পিডিএফ ফরম্যাটে ওয়েবসাইটে আপলোড করা, নিয়োগের ১৫ দিনে পূর্বের সমস্ত শূন্যপদ পূরণ করা,উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ে কোন স্কুল শিক্ষক/শিক্ষিকাকে না বসানোর ব‍্যবস্থা ইত্যাদি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here