নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
বিগত পঞ্চায়েত নির্বাচনে উপর্যুপরি আক্রমণ নেমে আসে সাংবাদিকদের উপর। পেশাগত তাগিদে খবর সংগ্রহ করতে গিয়ে শারীরিক নিগ্রহের শিকার হন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা এমনকি তাদের ক্যামেরা ফোন ইত্যাদি ভেঙে দেওয়ার ঘটনাও ঘটেছে আকছার।
নির্বাচন কভারের সেই তিক্ত অভিজ্ঞতা থেকে আসন্ন লোকসভা নির্বাচনের শুরুতেই সাংবাদিকদের নিরাপত্তা এবং অবাধে কাজের দাবীতে আজ বহরমপুর টেক্সটাইল মোড়ে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অবস্থান কর্মসূচী পালিত।
সাংবাদিকদের এই অবস্থান কর্মসূচীতে জেলার বিভিন্ন মাধ্যমের সাংবাদিক ছাড়াও উপস্থিত ছিলেন আইনজীবী, নাট্যকর্মী,মানবাধিকার কর্মী,শিক্ষকরাও।
আরও পড়ুনঃ অবাধ শান্তিপূর্ণ ভোটদানে উৎসাহিত করতে সরাসরি ভোটারের কাছে জেলা প্রশাসন
এই অবস্থান কর্মসূচিতে প্রতিটি বক্তায় তাঁদের বক্তব্যে জানিয়েছেন যে গণতান্ত্রিক দেশে সংবাদ সংগ্রাহক সাংবাদিকদের নিরাপত্তা এবং অবাধ কাজের পরিবেশ না থাকলে আইনের শাসন বিঘ্নিত হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584