মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় গ্রেফতার ৬

0
61

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

রাজ্যের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের কসবার বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় ছ’জনকে গ্রেফতার করল পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করার জন্য তল্লাশি চালাচ্ছে পুলিশ। এছাড়াও এই ঘটনায় তিনটি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। তারা কেন এই কাণ্ড ঘটাল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

smugglers | newsfront.co
ধৃত ৬ জন

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আটটা নাগাদ রাজ্যের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন বাড়িতে ছিলেন না। সেই সময় তিনি ছিলেন চন্দননগরে। অভিযোগ, তারই মাঝে বাইকে চেপে বেশ কয়েকজন দুষ্কৃতী আসে। কসবায় মন্ত্রীর বাড়ির কাছে দিল্লি পাবলিক স্কুলের বিপরীতে একটি মুদিখানা দোকানের পাশ থেকে বোমা ছোঁড়ে ওই দুষ্কৃতীরা। বিকট শব্দে বোমা ফাটে। কসবার মতো এলাকায় বোমাবাজির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন সকলে। হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পালিয়ে যায় দুষ্কৃতীরা।

চন্দননগর থেকে ফেরার পর এই ঘটনার কথা জানতে পারেন ইন্দ্রনীল সেন। “কাপুরুষের মতো কাজ” বলেই কটাক্ষ করেন তিনি। থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ঘটনার তদন্তে নামে। স্থানীয় বাসিন্দাদের জেরা শুরু করে। এলাকার সিসি টিভির ফুটেজ দেখে তল্লাশি চালাতে থাকে পুলিশ। পরে পুলিশের হাতে আসা সূত্র ধরেই মোট ছ’জনকে গ্রেফতার করা হয়। ধৃতেরা হল গৌতম মণ্ডল, অশোক বৈদ্য, সোনু সাউ, রাহুল রায়, ভোলা পাশোয়ান।

আরও পড়ুনঃ দাঁতনে লরির ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর

ধৃতদের কাছ থেকে কিছু পরিমাণ বোমা বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তিনটি মোটর বাইকও। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ঠিক কী কারণে রাজ্যের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়ির সামনে হামলা চালাল এই যুবকেরা, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা, তাও জানার চেষ্টা করছে পুলিশ। ওই ছ’জনকে জেরা করেই ঘটনার কিনারা করা সম্ভব হবে বলেই আশাবাদী তদন্তকারীরা। সামনে আসতে পারে ঘটনার মূলচক্রীর নামও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here