সিয়াচেনে তুষারধসে মৃত্যু ৬ সেনা জওয়ান-মালবাহকের

0
41

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

সিয়াচেনে তুষারধসে চার সেনা জওয়ান ও দুই মালবাহকের মৃত্যু হয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, টহলদারির সময় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৯ হাজার উঁচুতে তুষারধস নামে। তাতে চাপা পড়ে সেনা জওয়ান ও ওই দুই মালবাহক।

six army dead for snowfall | newsfront.co
প্রতীকী চিত্র

তুষারাবৃত অঞ্চলে বরফে শরীর চাপা পড়ায় শরীরের সাধারণ তাপমাত্রা প্রয়োজনের তুলনায় নেমে গিয়েছিল ওই জওয়ানদের, দেহের জৈবনিক প্রক্রিয়া যথেষ্ট উত্তাপ তৈরি করতে পারেনি এই অবস্থায়। এই অবস্থাকে বৈজ্ঞানিক পরিভাষায় ‘হাইপারথার্মিয়া’ বলে।

ওই জওয়ান ও মালবাহকদেরও একই পরিস্থিতি হয়েছিল এবং তাই তাঁদের মৃত্যুর কারণ বলে ধরা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে আরও ২ জনের। ৬ জনের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।

সেনা সূত্রে খবর, সোমবার টহলদারির জন্য উত্তর সিয়াচেনে মোতায়েন ছিল আট জনের একটি দল। দুপুর তিনটে নাগাদ আচমকাই বিশাল তুষারধস নামে।

তাতে সবাই চাপা পড়েন। খবর পেয়ে সেনার অন্য একটি দল কিছুক্ষণ পরেই যুদ্ধকালীন পরিস্থিতিতে তল্লাশি অভিযান শুরু করে। ঘটনাস্থল চিহ্নিত করার পর শুরু হয় পুরু বরফের স্তর সরিয়ে তাঁদের উদ্ধার কাজ। উদ্ধারের পরে হেলিকপ্টার করে স্থানীয় সেনা হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ৬ জন মারা যান।

হাসপাতাল সূত্রে খবর, হাইপারথার্মিয়া ছাড়াও ফ্রস্টবাইটও ছিল সবার। সেই কারণেই অনেক চেষ্টা করেও সেনা জওয়ান ও মালবাহকদের বাঁচানো যায়নি। সেনার এক পদস্থ কর্তা সংবাদমাধ্যমকে বলেন, ‘‘সেনা জওয়ান ও মালবাহকরা টহলদারিতে মোতায়েন ছিলেন। ১৮ থেকে ১৯ হাজার ফুট উচ্চতায় তুষারধসে চাপা পড়েন তাঁরা।’’

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ টুইটারে লিখেছেন, ‘‘তুষারধসে সেন জওয়ান ও মালবাহকদের মৃত্যুর খবরে আমি গভীর ভাবে শোকাহত। ওঁদের সাহসিকতা ও দেশের জন্য বলিদানকে কুর্নিশ করি। পরিবারকে জানাই গভীর সমবেদনা।’’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here