নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি,আহত ৬ জন বিজেপি কর্মী ৷ অভিযোগের তীর তৃণমূলের দিকে ৷ বিজেপির দলীয় সূত্রে জানা গেছে গত বুধবার সন্ধ্যে নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার হেঁড়িয়া অঞ্চলে দলীয় বৈঠক চলাকালে তৃণমূলের বাহিনী বিজেপি কর্মীদের ওপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ ৷

রড লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় ৬ জন বিজেপি কর্মী ৷ এমনটাই অভিযোগ বিজেপি নেতৃত্বের ৷

জানা গেছে আহত বিজেপি কর্মীদের হেঁড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অন্যদিকে গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল৷ পাল্টা অভিযোগ অন্তর্দ্বন্দ্বের ফলেই এই ঘটনা ৷
আরও পড়ুনঃ স্থানীয় বিজেপি কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সাগর এলাকায়
যদিও এই ঘটনার পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী, তবে বর্তমানে এলাকা রয়েছে থমথমে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে খেজুরি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584