ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
গত ১৭ই আগস্ট নিট-জেইই স্থগিতের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানায় যে মেডিক্যালের সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (নিট) এবং সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষায় (জেইই মেন) নির্দিষ্ট সূচি মেনেই হবে। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ছয় রাজ্যের ৬ ক্যাবিনেট মন্ত্রী সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করলেন।
৬ ক্যাবিনেট মন্ত্রী হলেন পশ্চিমবঙ্গের আইন মন্ত্রী মলয় ঘটক, ঝাড়খন্ডের অর্থ মন্ত্রী ডঃ রামেশ্বর ওরান, রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী ডঃ রঘু শর্মা, ছত্রিশগড়ের খাদ্যমন্ত্রী অমরজিত ভগত, পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং সিধু ও মহারাষ্ট্রের উচ্চশিক্ষা মন্ত্রী উদয় রবীন্দ্র সামন্ত।
গত ১৭ ই আগস্ট বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ রায় দেয়, করোনাভাইরাস পরিস্থিতি সত্ত্বেও ‘জীবন চলতে হবে’ এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) সিদ্ধান্তে হস্তক্ষেপ করে পড়ুয়াদের জীবনকে বিপদের মুখে ঠেলে দিতে পারে না আদালত। তিন সদস্যের বেঞ্চ বলে, ‘পড়ুয়াদের কেরিয়ার বিপদের মধ্যে ফেলা যায় না। আমরা এই পিটিশনে কোনও ভিত্তি খুঁজে পাচ্ছি না। পিটিশন খারিজ করে দেওয়া হল।কেরিয়ার নিয়ে কোনো ছেলেখেলা করা যাবে না। আগামি সেপ্টেম্বরে জেইই ও নিট পরীক্ষার আয়োজনের সূচি স্থির হয়েছে।’
আগস্ট মাসের শুরুর দিকে জেইই ও নিট পরীক্ষা স্থগিতাদেশের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন ১১ টি রাজ্যের ১১ জন পড়ুয়া।তাঁদের আর্জি ছিল, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা না নেওয়া হোক। গত ৩ জুলাইয়ের নোটিশে এনটিএ জানিয়েছিল, আগামী সেপ্টেম্বরে জেইই এবং নিট পরীক্ষা হবে।কেন্দ্রীয় সরকারও প্রথম থেকেই নির্দিষ্ট সময়েই পরীক্ষা নেওয়ার পক্ষপাতী ছিল।কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে জানানো হয় কোনভাবেই স্থগিত হবে না এই পরীক্ষা, সেপ্টেম্বরমাসের ১ থেকে ৬ তারিখ জেইই(মেইন) ২০২০ ও ১৩ তারিখ নিট-ইউজি ২০২০ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584