শুভম বন্দ্যোপাধ্যায়,কলকাতাঃ
মাছ ভর্তি ট্রাক আনলোডিং করার সময়ে আচমকাই তোলাবাজদের হামলার মুখে পড়তে হল বেশ কিছু মুটে কে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটলেও বিষয়টি জানাজানি হয় শনিবার সকালে। ঘটনাটি ঘটেছে মুচিপাড়া থানার বৈঠকখানা বাজারে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৬ জন মুটে।
এই ঘটনায় মুচিপাড়া থানায় অভিযোগ জানানো হয়েছে। আহতরা সকলে এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।স্থানীয় সূত্রের খবর, প্রত্যেক দিনের মতো শুক্রবার গভীর রাতেও মাছের ট্রাক এসে বৈঠকখানা বাজারে পৌঁছলে সেখানকার লোকেরা সেই মাল নিয়ে বাজারে রাখছিলেন। সেই সময় ঘটনাস্থলে চলে আসে কুড়ি-পঁচিশ জনের একটি দুষ্কৃতী দল। অভিযোগ তারা সকলেই মদ্যপ ছিল।
আরও পড়ুনঃ কলকাতার হুক্কা বারে বোমা, বন্দুক হাতে নিয়ে হানা দুষ্কৃতীদের!
ওই ঘটনাস্থলে এসেই তারা মুটেদের হুমকি দিতে থাকে, যার কাছে যা টাকা আছে তা বার করার জন্য। কিন্তু মুটেরা তার প্রতিবাদ করলে তারা তাদের বেধড়ক মারধর করতে থাকে। সংখ্যায় কম থাকায় মুটেরাই আহত হয়। তারপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মাছ ব্যবসায়ীদের পক্ষ থেকে স্বপন সাহা নামে একজন ব্যক্তি বলেন, ‘ এই ধরণের ঘটনা এখানে মাঝেমধ্যেই ঘটে, গরিব মুটেদের হুমকি দিয়ে টাকা কেড়ে নেওয়া হয় আমরা এর আগে পুলিশ প্রশাসনকে জানিয়েছি কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি।’ তবে শুক্রবার রাতের ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584