নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
শুক্রবার গভীর রাতে বাগদাদের উত্তরে তাজি এলাকায় ইরান সমর্থিত শিয়া গোষ্ঠীভুক্ত সেনাবাহিনীর ক্যাম্পে যুদ্ধ বিমানের হামলায় ৬ সেনার মৃত্যু হয়। পাশাপাশি তিনজন গুরুতর আহত হয়।
রয়টার্স জানিয়েছে, সেনা সূত্রে পাওয়া খবর থেকে জানা যায়, স্থানীয় সময় ১.১২ মিনিটে হামলাটি হয়। মিলিসিয়া কনভয়ের তিনটি গাড়ির মধ্যে দুটিকে জ্বলন্ত অবস্থায় পাওয়া যায়।
দু’দিন যেতে না যেতেই বাগদাদে আরেকটি হামলা হল, আর এই হামলার দায় আমেরিকার দিকেই যাচ্ছে। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বাগদাদে হওয়া হামলার পিছনে মার্কিনি হাত রয়েছে—তা অস্বীকার করেছেন।
ভিডিও সৌজন্যঃ অ্যাসোসিয়েটেড প্রেস ইউটিউব চ্যানেল
আরও পড়ুনঃ টুইটারে ভুয়ো ভিডিও পোস্ট করে বিতর্কে ইমরান খান
বাগদাদ বিমানবন্দরের কাছে জেনারল কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ ইরান নেবে তা ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে। এর তাগিদে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে এক হিংসার বিষবাস্প চাগাড় দিয়ে উঠেছে। তবে আমেরিকা ইতিমধ্যেই জানিয়েছে আরও হাজার হাজার সৈন্য বাগদাদে পাঠাবে, বড়সড় হামলা থেকে বাঁচার জন্য।
তেহরান এবং আমেরিকার মধ্যে ২০১৫-র নিউক্লিয়ার চুক্তি বাস্তবায়িত না হওয়ায়, একটা রাজনৈতিক চাপানউতোর আগে থেকেই ছিল। সম্প্রতি কুদ’স বাহিনীর জেনারলের মৃত্যুতে এই রাজনৈতিক সম্পর্ক আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে।
সোলাইমানিকে হত্যার পরিকল্পনা এবং বাগদাদে বোমাবাজির ফলাফল আরও ভয়াবহ হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রায় দুই যুগ ধরে সোলেইমানি লেবানন এবং ইজরায়েল পর্যন্ত পর্যাপ্ত সমর্থক তৈরি করে রেখেছিল।
আরও পড়ুনঃ দুষ্কৃতীদের গুলিতে আক্রান্ত রঙ মিস্ত্রি
বর্তমানে ইরানের যা প্রতিহিংসাপরায়ণ পরিস্থিতি তাতে আমেরিকার বিরুদ্ধে লড়তে গেলে সিরিয়া, ইরাকের সীমান্ত পর্যন্ত যুদ্ধ আবহাওয়া ছড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
সোলেইমানির মৃত্যুর পর ট্রাম্প তাঁর উদ্দেশ্যে বলেছিলেন, সোলেইমানির সন্ত্রাসের রাজত্ব শেষ—এ এক বড় স্বস্তির খবর।
মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই জানিয়েছে, ইরানে গড়ে ওঠা সম্ভাব্য প্রতিশোধমূলক পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য মধ্যপ্রাচ্যে আরও তিন হাজার সৈন্য পাঠাচ্ছে তারা।
আরও পড়ুনঃ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী শিক্ষক
ইরানের একটি রাষ্ট্রীয় সংবাআদমাধ্যম জানিয়েছে, সোলেইমানি-সহ আরও নয় জনকে বাগদাদ বিমানবন্দরে হত্যার পর মার্কিন প্রেসিডেন্ট, ইরানে বসবাসরত আমেরিকানদের প্রতিরক্ষার জন্য ইরান ছাড়ার আহ্বান জানিয়েছেন। এর থেকে স্পষ্ট নিকট ভবিষ্যতে একরকম যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584