নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
রবিবার প্রায় মধ্যরাতে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থেকে যাত্রীবোঝাই একটি পিক আপ ভ্যান আসছিল কলকাতার দিকে। বকুলতলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে একটি খালে উল্টে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয় ৬ জনের, আহত আরো ১৭ জন। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। কয়েকজন গুরুতর আহতকে ভর্তি করা হয়েছে কলকাতার হাসপাতালে। জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্তরা অধিকাংশই রাজমিস্ত্রি।
বকুলতলা থানার এক পুলিশ আধিকারিক জানান, “দুর্ঘটনায় মারা গিয়েছেন ৬ জন, আহত হয়েছেন ১৭ জন। আহতদের দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু থেকে তিনজনের অবস্থা আশংকাজনক।” দুর্ঘটনার কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। গাড়ির গতিবেগ বেশি থাকায় দুর্ঘটনা ঘটে নাকি গাড়ির যান্ত্রিক গোলযোগ দুর্ঘটনার কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুনঃ মধ্যপ্রদেশে স্টেশনের বাইরে পুলিশকর্মী ও পার্কিং কন্ট্রাক্টরের মধ্যে হাতাহাতি, ভাইরাল সিসিটিভি ফুটেজ
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি লাইটপোস্টে ধাক্কা মারে, তারপর একটি গাছে। এরপর উল্টে যায় রাস্তার ধারের খালে। তখনই উদ্ধারকাজে নামেন স্থানীয়রা, এরপর ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং তৎক্ষণাৎ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584