আলিপুর মহিলা জেলে নতুন করে ডায়েরিয়ায় আক্রান্ত ৬ জন

0
119

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

ভবানীপুরের তিয়াত্তর নম্বর ও চুয়াত্তর নম্বর ওয়ার্ডের অন্তর্গত আলিপুর মহিলা জেলে ডায়েরিয়ার প্রকোপ চলছে। আলিপুর মহিলা জেলে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে ছয় জন ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে চারজন মহিলা ও দুটি শিশু।

alipur c c h | newsfront.co
ফাইল চিত্র

এই নিয়ে আলিপুর মহিলা জেলের বারো জন হাসপাতালে চিকিত্‍সাধীন। দুজন হাসপাতাল থেকে সুস্থ হয়ে জেলে ফিরেছেন। এক জনের মৃত্যু হয়েছে।সোমবার সেখানে আক্রান্ত হন এগারো জন। বিচারাধীন বন্দির দুজন শিশুসহ ন জন হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ ফরাক্কায় স্বামীকে খুন করার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে

এদের মধ্যে সাত জন শম্ভুনাথ পণ্ডিতে এবং দুজন শিশু চিত্তরঞ্জন শিশু সদনে ভর্তি।পুরসভার এক আধিকারিক জানান, হ্যালোজিন ট্যাবলেট, পাঁচশো ওআরএস, মহিলা সংশোধনাগারে দেওয়া হয়েছে। পাম্প করে জল তুলে ফেলা হয়েছে। জল দূষণের আতঙ্ক ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে ভবানীপুরে কলকাতা পুরসভার তিয়াত্তর নম্বর ওয়ার্ডের শশীশেখর বসু রোডে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here