ঝাড়গ্রামে তৃণমূলের ভাঙ্গন ধরালেন শুভেন্দু অধিকারী

0
80

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ

মেদিনীপুরের সভায় অমিত শাহর হাত ধরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর রবিবার গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের বেলেবেড়া অঞ্চলের মহাপাল মাঠে জনসভা করতে এসেছিলেন শুভেন্দু অধিকারী। জনসভা থেকেই তিনি তৃণমূলের অন্দরে ভাঙ্গন ধরান।

dilip and suvendu | newsfront.co
নিজস্ব চিত্র

প্রায় ৬০০ তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন শুভেন্দু অধিকারীর হাত ধরে। তিনি এই জনসভা থেকে তৃণমূল নেতা নেত্রীদের কটাক্ষ করতেও পিছপা হননি। তিনি বলেন “তৃণমূলের পঞ্চায়েতের পঞ্চ বাবুরা কেন্দ্রীয় প্রকল্পের সমস্ত টাকা জনগণের কাছ থেকে আত্মসাৎ করেছে।

dilip ghosh | newsfront.co
মঞ্চে দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র

গ্রামে গ্রামে ঘুরলে গরীবদের বাড়ি দেখা যাবে না, দেখা যাবে ওই পঞ্চায়েতের পঞ্চ বাবুদের পাকা বাড়ি। এদের আগে একটা সাইকেল ছিল না বর্তমানে এরা দুটো স্করপিওর মালিক। কেউ মেদিনীপুরে, কেউ খড়্গপুরে কেউ বেলদায় জায়গা কিনেছে।

suvendu | newsfront.co
মঞ্চে শুভেন্দু অধিকারী। নিজস্ব চিত্র

এরা এত নিকৃষ্ট, আইসিডিএস -এর হেলপারের চাকরি টাও নিজের আত্মীয়ের বাইরে কাউকে করতে দেয়নি। আর যদি তুমি একটা কন্ট্রাকচুয়াল চাকরি পেয়েছ সেখানেও ৫ থেকে ৭লাখ টাকা দিতে হয়েছে।”

আরও পড়ুনঃ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মিউনিসিপ্যালিটির একাধিক প্রকল্পের শিলান্যাস মন্ত্রীর

তিনি সবশেষে বলেছেন, “জঙ্গলমহলের মানুষ খুব ভালো সহজ-সরল। এরাই প্রতিবাদের অভিমুখ। আপনারা পঞ্চায়েতে করেছেন, লোকসভায় করেছেন এবার বিধানসভায় আপনাদের বুথ গুলিকে তৃণমূল নয়, বিজেপিকে নয়ে নব্বই করতে হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here