নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সম্প্রতি ব্রিটেন থেকে ফিরেছেন তাদের মধ্যে ৬ ভারতীয়র শরীরে মিলল করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের উপস্থিতি। জানা গিয়েছে নতুন স্ট্রেনের এই করোনা ভাইরাসের সংক্রমণ ক্ষমতা মারাত্মক যা নিয়ে সারা বিশ্ব এখনই আতঙ্কিত। ছয় জনের দেহেই মিলেছে নতুন জিনোমের সংক্রমণ।
সরকারি সূত্রে জানা গিয়েছে, যতজনের লালা রস পরীক্ষা করা হয়েছে তার মধ্যে, বেঙ্গালুরু শহরের নিমহ্যান্স-এ, ৩টি স্যাম্পল, ২টি স্যাম্পল হায়দ্রাবাদের সিসিএমবিতে, ১টি পুনের এনআইভি-তে পজিটিভ পাওয়া গেছে।
আরও পড়ুনঃ রাজ্যে ২৪ ঘন্টায় নতুন করে সংক্রামিত ১,০২৮, মৃত ২৭, সুস্থ ১,৬১৪
এই ৬জনকে ‘সিঙ্গল রুম আইসোলেশন’ এ রাখা হয়েছে, সংশ্লিষ্ট রাজ্যের সরকারি ব্যবস্থায়। তাঁদের নিকটাত্মীয় বা আরও যাঁরা সংক্রামিতের কাছাকাছি এসেছেন প্রত্যেককে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়াও কন্ট্যাক্ট ট্রেসিং চালানো হচ্ছে যাঁরা এই ৬ জনের সহযাত্রী বা যে কোনো ভাবেই কাছাকাছি আসার সম্ভাবনা থাকতে পারে তেমন ব্যক্তির খোঁজে।
ভারত সরকার গত সপ্তাহ থেকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ইউকে থেকে আসার সব উড়ান বন্ধ রেখেছে। ইউকে থেকে সম্প্রতি দেশে ফিরেছেন ৩১ জন ভারতীয়। তাঁদের প্রত্যেকের লালা রসের নমুনা করোনা পরীক্ষার পর জিনোম সিকয়েন্সিং করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584