সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
আজ শনিবার সাত সকালে পথদুর্ঘটনায় গুরুতর আহত ছয় জন ব্যক্তি। জলঙ্গি থেকে ৩ জন প্যাসেঞ্জার নিয়ে এক টোটো চালক ভাদুরীয়াপাড়া যাচ্ছিলেন। সেইসময় অপরদিক থেকে একটি মোটর সাইকেল দ্রুতগতিতে এসে সাহেব রামপুর মোল্লাপাড়া সড়কের উপর মুখোমুখি ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন মোটর সাইকেল চালক ও এক টোটো যাত্রী। বাকি চার জনও গুরুতর আহত হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয়রা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে স্থানীয় সাদিখাঁনদেয়ার হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পরে অবস্থার অবনতি হলে সকলকে ডোমকল মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে যায় জলঙ্গী থানার পুলিশ।পুলিশ গিয়ে আহত গাড়ি দুটিকে উদ্ধার করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, আহত টোটো যাত্রী হলেন খেদু মন্ডল (৫৫), নান্টু মন্ডল (২৬), সেন্টু শেখ (৩৮)। সকলের বাড়ি ঘোষপাড়া অঞ্চলের ঝাউদিয়া গ্রামে। আহত টোটো চালকের নাম জমসেশ শেখ, বাড়ি জলঙ্গী। এবং আহত মোটরসাইকেল চালকের নাম সামিউল সেখ(২২), নছের পাড়া গ্রামে বাড়ি। সাথে ছিলেন চালকের বন্ধু মুখলেশ মোল্লা (১২), বাড়ি ডোমকল থানার আলীনগর মোল্লাপাড়া এলাকায়।
আরও পড়ুনঃ বিহারের ভাগলপুরে বোমা বাঁধার সময় বিস্ফোরণে নিহত ৭, আহত বহু, ধূলিসাৎ ২-৩টি বাড়ী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584