নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ
সপ্তদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফা ভোট হবে ১২ মে।ইতিমধ্যেই দেশে পাঁচ দফা ভোট সম্পন্ন হয়েছে।বাকি রয়েছে আর দুই দফায় ভোট।
ষষ্ঠ দফা ভোটে দশ কোটির বেশি ভোটার মতদান করবেন।৯৭৯ জন ভোট প্রার্থী ৫৯ টি আসনের জন্য লড়াই করবেন।
বিহার,ঝাড়খন্ড,পশ্চিমবঙ্গ,উত্তর প্রদেশ,মধ্যপ্রদেশ,হরিয়ানা ও দিল্লি এই সাত রাজ্যে ভোট হবে।১ লক্ষ ১৩ হাজারের বেশি পোলিং বুথে কড়া নিরাপত্তার সাথে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।
এই নির্বাচনে বেশ কিছু হেভিওয়েট নেতাদের মধ্যে লড়াই হবে।শুধু রাজধানী দিল্লিতেই নয় সাত রাজ্যেই বিভিন্ন জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মত বিশেষজ্ঞদের।
আরও পড়ুনঃ ভোট দিলেন কুনার হেমব্রম
উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব,কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী,কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং,দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত,সদ্য রাজনীতিতে আসা প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর ও বক্সার বিজেন্দ্র সিং এই নির্বাচনে লড়াই করবেন । এছাড়াও আপ এর প্রার্থী অতিসী ও রাঘব চাড্ডা,গায়ক ও বিজেপি নেতা হান্স রাজ হান্স,কংগ্রেজ নেতা কীর্তি আজাদ,কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও প্রজ্ঞা ঠাকুর এর মতো নেতাদের ওপরেও নজর থাকবে ।
এপ্রিল ১১ ১৮ ২৩ ২৯, মে মাসের ৬,১২ ও ২৯ তারিখ নির্বাচন এর দিন ঘোষণা হয়।
দিল্লিতে ৭টি আসনের জন্য ১৬৪ জন ভোট যুদ্ধে নামছেন।এই প্রার্থীদের মধ্যে ১৮ জন মহিলা আর
৫৫ জন কোটিপতি। এদের মধ্যে আছেন বিজেপির মনোজ তিওয়ারি, হর্ষবর্ধন,রমেশ বিদূরী,সাবেক মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত,কংগ্রেস নেতা অজয় মাকেন,গৌতম গম্ভীর,বিজেন্দ্র সিং,আপ নেতা অতিসী,রাঘব চাড্ডা ও পঙ্কজ গুপ্তা।
ঝাড়খণ্ডে চারটি আসনের জন্য ৬৭ জন প্রার্থী লড়বেন।এদের মধ্যে ১০জন মহিলা আর ২০ জন কোটিপতি।যাদের ওপর এবার বেশি করে নজর থাকবে তাঁরা হলেন,বিজেপির পশুপতি নাথ সিং(ধানবাদ),বিদ্যুৎ বরণ মাহাতো(জামসেদপুর),জেএমএম এর চম্পাই সরেন(জামসেদপুর)।
বিহারে আটটি আসনের জন্য ১২৭জন প্রার্থীর মধ্যে লড়াই হবে।যার মধ্যে ১৬ জন মহিলা এবং ৪৪জন কোটিপতি বলে জানা যাচ্ছে।এখানে উলেখ্য প্রার্থীরা হলেন রাধা মোহন সিং (পূর্ব চম্পারন),জনার্দন সিং সিগিরিয়াল (মহারাজগঞ্জ) এবং এলজেপি এর বিনা দেবী(বৈশালী)।
উত্তর প্রদেশে ১৬৭ জন প্রার্থী রয়েছেন যারা ১৪ টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বীতা করবেন।প্রার্থীদের মধ্যে মহিলা রয়েছেন ১২ জন এবং ৫৬ জন প্রার্থী কোটিপতি রয়েছেন।এখানের উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব,বিজেপি নেত্রী মানেকা গান্ধী।
হরিয়ানায় ২১০জন প্রার্থী ১০টি আসনের জন্য লড়বেন।প্রার্থীদের মধ্যে ৯জন মহিলা এবং ৮৭ জন কোটিপতি।এই রাজ্যে উল্লেখ্য প্রার্থীরা
গুরগাঁও এর বিজেপি প্রার্থী রাও ইন্দ্রজিৎ সিং ,সাবেক মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুদা(সোনিপত) এবং বিজেপি কৃষন পাল গুরজার(ফরিদাবাদ)।
মধ্যপ্রদেশে ৮ আসনের জন্য ১৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।এদের মধ্যে ১৫ জন মহিলা এবং ৩৩ জন কোটিপতি রয়েছেন। এখানে উল্লেখ্য প্রার্থীরা কংগ্রেসের প্রবীণ নেতা দিগ্বিজয় সিং,জ্যোতিরাদিত্য সিন্ধিয়া,বিজেপি প্রার্থী প্রজ্ঞা ঠাকুর।
অন্যদিকে পশ্চিমবঙ্গে ৮৩ জন প্রার্থী ৮ টি আসনে প্রতিযোগিতা করবেন।এই প্রার্থীদের মধ্যে ২জন মহিলা।এখানে যে সব প্রার্থীর ওপর দৃষ্টি থাকবে তাঁরা হলেন,বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী (ঘাটাল),মৃগাঙ্ক মাহাতো(পুরুলিয়া),দিব্যেন্দু অধিকারী (তমলুক)।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584