নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বুধবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের সেন্ট্রাল বাসস্ট্যান্ড লাগোয়া এলাকার কয়েকটি ফুটপাতের দোকানে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। যার ফলে প্রায় ৬ টি দোকান ভস্মীভূত হয়ে যায়।

খবর পেয়ে রাতেই দমকল বাহিনী এবং কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় দমকল বাহিনী। তবে ওই দোকান গুলিতে থাকা বেশির ভাগ জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

আরও পড়ুনঃ রেলের দাবীতে জেলা শাসককে ডেপুটেশন কান্দী রেল সংযুক্তকরণ কমিটির
আগুনে পুড়ে যাওয়া দোকান গুলির মধ্যে রয়েছে কাপড়ের দোকান, বাসনের দোকান, ফলের দোকান ইত্যাদি। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটতে পারে।তবে কি কারণে ওই দোকান গুলিতে আগুন লাগার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ ও দমকল বিভাগের পক্ষ থেকে আলাদা ভাবে তদন্তের কাজ শুরু করেছে ।
যে ৬ টি দোকান আগুনে পুড়ে গিয়েছে সেই দোকান গুলির মালিকরা প্রচুর ক্ষতির মুখে পড়েছেন বলে তারা জানান। স্বভাবতই ওই ক্ষুদ্র ব্যবসায়ীরা একেবারে হতাশ হয়ে পড়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584