কোচবিহার রাজবাড়ি চত্বরে অনশনে ছয় অস্থায়ী কর্মী

0
105

মনিরুল হক, কোচবিহারঃ

six temporary worker strike around rajbari
নিজস্ব চিত্র

আচমকা কাজ চলে যাওয়ার পর প্রায় দুমাস ধরে বসে থেকে শেষ পর্যন্ত অনশন আন্দোলন শুরু করলেন কোচবিহার রাজবাড়ির ৬ অস্থায়ী কর্মী। আজ কোচবিহার রাজবাড়ী চত্বরেই তাঁরা অনশনে বসেন। ওই ৬ অনশনকারীর মধ্যে একজন মহিলাও রয়েছেন।

ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণে দীর্ঘদিন থেকে চলছে কোচবিহার রাজবাড়ি মিউজিয়াম। সেখানে প্রতিদিন অসংখ্য পর্যটক বেড়াতে আসেন। মিউজিয়াম রক্ষণাবেক্ষণ, টিকিট কাউন্টার সামলানো সহ বিভিন্ন কাজে বেশীর ভাগ অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়েছে।একদিকে ওই অস্থায়ী কর্মীদের স্থায়ী করণের দাবি, অন্যদিকে ওই অস্থায়ী কর্মীদের ঠিকাদার মাধ্যমে নিযুক্ত করার চক্রান্তের অভিযোগ উঠতে শুরু করে।

আরও পড়ুনঃ পশ্চিম মেদিনীপুরে আদালত চত্বরে আইনজীবীদের ধিক্কার মিছিল

অনশনে বসা তপন বসাক নামে এক অস্থায়ী কর্মী বলেন, “১৭ বছর ধরে আমি এখানে কর্মরত। এক সময় সকলকে অস্থায়ী কর্মী থেকে ঠিকাদারের মাধ্যমে নিয়োগ করার চেষ্টা হয়েছে। তার বিরুদ্ধে আদালতে গিয়েছে ১২ জন।কিন্তু আমরা ৬ জন আর্থিক কারণে পরে আদালতের দ্বারস্থ হই।ওই মামলার এখনও কোন রায় দেওয়া হয়নি।”

অন্যদিকে পুরাতত্ত্ব বিভাগের কোচবিহার রাজবাড়ি মিউজিয়ামের দায়িত্বে থাকা আধিকারিক সুনীল কুমার ঝাঁ জানিয়েছেন, “যে ১২ জনের জন্য আদালতের নির্দেশ রয়েছে, তাঁদের ছাড়া বাকিদের নিয়ে উপর থেকে যা নির্দেশ এসেছে সেটাই পালন করা হয়েছে। তাঁদের নিয়ে আদালতের যা রায় আসবে,তা পালন করা হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here