গৌতম রায়, নৈহাটি:-
নৈহাটির হাজিনগর ইন্ডিয়ান পেপার পাল্পস্ কারখানার স্টিম ট্যাঙ্ক(ETP )পরিস্কার করতে গিয়ে ভিতরে আটকে গেছিল ছয়জন শ্রমিক। প্রথমে, কোনক্রমে উদ্ধার করা দুই শ্রমিককে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এদের দুজনের নাম উদয় রাজ ও মিঠুন প্রজাপতি। পরে ভিতরে আটকা পড়া বাকি চারজন শ্রমিকও মারা যান।তাদের নাম নাজীম,বিজয় বক্সী, রবিশঙ্কর ও অশোক বড়াল।
মিলের বাইরে উদ্বিগ্ন শ্রমিক পরিবারের লোকজনকে সরিয়ে দেয় কমব্যাট ফোর্স ও পুলিশ।
বিভিন্ন শ্রমিক ইউনিয়ন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে। ক্ষতিপূরণ বাবদ প্রতি পরিবারের একজনের চাকুরির দাবিও করা হয়েছে। দাবি করা হয়েছে শ্রমিক দের নিরাপত্তা,ওয়ার্ক লোড কমানোর।শ্রমিক দের অবিলম্বে সামাজিক সুরক্ষার আওতায়ও আনার দাবি জানানো হয়েছে।
এলাকায় উত্তেজনা রয়েছে। আপাতত অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584