আলিগড়ে ধর্ষণের শিকার হয়ে মৃত্যু নাবালিকার, ফের পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ

0
85

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

গত মঙ্গলবার সকালে মৃত্যু হয় উত্তর প্রদেশের হাথরাসে গণধর্ষণের শিকার ১৯ বছরের দলিত তরুণীর। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। নির্ভয়ার স্মৃতি উস্কে হাথরাসকাণ্ড যোগী আদিত্যনাথের সরকারের মুখে কালিমা লেপেছে। যোগীর পুলিশের বিরুদ্ধেই উঠেছে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগ।

Rape case | newsfront.co
প্রতীকী চিত্র

গভীর রাতে তড়িঘড়ি কেন নির্যাতিতার দেহ সত্কার করা হল, সে প্রশ্ন উঠছে দিকেদিকে। এরই মধ্যে পুলিশ দাবি করেছে, ধর্ষণই হয়নি নির্যাতিতার সঙ্গে। হাথরাসের এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তাল হয়েছিল গোটা দেশ। এখনও হাথরাসের সেই ক্ষত দগদগে হয়ে রয়েছে।

আরও পড়ুনঃ হাথরাস কাণ্ড নিয়ে এবার সরব রাষ্ট্রসংঘ, পাল্টা প্রতিক্রিয়া ভারতেরও

এরই মধ্যে ফের উত্তরপ্রদেশের আলিগড়ে এক ছ’বছরের শিশুকে নিগ্রহের অভিযোগ উঠেছে। দিল্লির এক বেসরকারি হাসপাতালে মৃত্যুও হয়েছে তার। এই ঘটনাতেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবকের গ্রেপ্তারির দাবিতে শিশুর দেহ নিয়ে সদাবাদ-বলদেব সড়ক বিক্ষোভ দেখাচ্ছেন মৃতের পরিজনরা।

আরও পড়ুনঃ উত্তর প্রদেশে কংগ্রেস, ভীম আর্মি পার্টির কর্মীদের বিরুদ্ধে এফআইআর

জানা গিয়েছে, আলিগড়ের অন্তর্গত জাতোই গ্রামে দিন দশেক আগে ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে তার তুতো দাদার বিরুদ্ধে। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয় দিল্লির একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ওই শিশুটির।

এদিকে মৃতার পরিজনের দাবি, ধর্ষণের বিষয়ে পুলিশে অভিযোগ জানাতে গেলে হয়রানির শিকার হতে হয় তাঁদের। অভিযুক্ত যুবক ও ওই পুলিশকর্মীদের গ্রেপ্তারির দাবিতে এখনও সেখানে বিক্ষোভ চলছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here