নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
রবিবার ভোরে মুম্বইয়ের লালবাগে আচমকা ভয়াবহ বিস্ফোরণ, তার জেরে ঘটে অগ্নিকান্ড। বিস্ফোরণের জেরে এক শিশু-সহ অন্তত ১৬ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় লালবাগ এলাকায়।
বিস্ফোরণের পরে দ্রুত দুটি জলের ট্যাংকার পাঠায় বৃহন্মুম্বই নগরনিগম। জলের ট্যাংকার আসার পরে আগুন কিছুটা আয়ত্তে আসে। এই ঘটনায় গণেশ গলি এলাকায় সারাভাই বিল্ডিংয়ে কমপক্ষে ১২ জন অগ্নিদগ্ধ হন। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটেই এই বিস্ফোরণ।
এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তা থেকে প্রকাশ, বিস্ফোরণ ওই বিল্ডিংয়েই হয়। আহতরা অনেকেই ৬০ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় মুম্বইয়ের কিং এডওয়ার্ড হাসপাতালে ভর্তি রয়েছেন। চারজনকে ভর্তি করা হয়েছে মাসিনা হাসপাতালে। সকলের অবস্থাই আশঙ্কাজনক।
আরও পড়ুনঃ ত্রিশ সালের মধ্যে চরম দারিদ্র্যের মুখোমুখি দু’শো মিলিয়ন দাবি সমীক্ষায়
কিং এডওয়ার্ড হাসপাতালের সুপার হেমন্ত দেশমুখ জানান, অন্তত ১০ জনের অবস্থা খুবই সংকটজনক, তাঁদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। মুম্বইয়ের মেয়র কিশোরী পেড়নেকর বিস্ফোরণস্থল পরিদর্শনে গিয়ে জানান, একটি ছোট ঘর থেকে প্রথম আগুন লাগে।ছোট ঘরে প্রথমে সিলিন্ডার বিস্ফোরণ হয়, ঘরের দেওয়াল ভেঙে পড়ে বিস্ফোরণের তীব্রতায়।
এক শিশুর অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে মাসিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ওই বিল্ডিংয়ে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। পরিবারের প্রত্যেককে পাশের একটি হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584