চোপড়ার ঘটনায় গ্রেফতার ১৬

0
78

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

চোপড়ার পুলিশ-জনতা খন্ডযুদ্ধে যুক্ত থাকার অভিযোগে সংঘর্ষের ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে জাতীয় সড়ক অবরোধ, সরকারি বাসে আগুন, পুলিশের গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে।

police arrested | newsfront.co
গ্রেফতার আন্দোলনকারী৷ নিজস্ব চিত্র

সোমবার সকালে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছে ১৬ জন বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে৷ যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রবিবার এক মাধ্যমিক উত্তীর্ণা ছাত্রীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের বসলামপুরে। ধর্ষণ করে হত্যা করা হয়েছে ওই কিশোরীকে এমন অভিযোগ তোলা হয় গ্রামবাসীদের পক্ষ থেকে। আন্দোলনে সামিল হন স্থানীয় বিজেপি নেতৃত্বও।

আরও পড়ুনঃ তৃণমূল-বিজেপির সংঘর্ষে ফের উত্তপ্ত কেশপুর, জখম ৩

এরপরেই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। পুলিশ পরিস্থিতি সামল দিতে ঘটনাস্থলে পৌঁছলে ক্রমশ পরিস্থিতি জটিল হয়৷ পুলিশের একাধিক গাড়ি ও একাধিক সরকারি বাস পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরীর মৃতদেহের ময়নাতদন্ত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইতিমধ্যেই করা হয়েছে।

আরও পড়ুনঃ দশ মাসে টুইটারে ফলোয়ার বাড়ল মোদীর

সঙ্গে ভিডিওগ্রাফিও করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে বিষের প্রভাব উল্লেখ করা হলেও শরীরে কোনও ক্ষত অথবা যৌন বা শারীরিক নির্যাতনের কোনও চিহ্ন মেলেনি। কিশোরীর রহস্য মৃত্যুর পর একদিনের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।

এদিকে ইসলামপুর পুলিশ জেলার সুপার শচিন মক্কার জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুরো এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে৷ ১৬ জন আন্দোলন কারী কে গ্রেফতার করা হয়েছে৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here