নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
খড়গপুর আই আই টি’র রবীন্দ্রনাথ ঠাকুর মুক্ত মঞ্চে চৌষট্টিতম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উপস্থিতিতে আজ সাড়ম্বরে শুরু হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।
আজ প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরিতে শুরু হয় অনুষ্ঠান। সকাল ১১টা ১০-এর পরিবর্তে অনুষ্ঠান শুরু হয় ১১টা ৪০-এ। প্রধান অতিথি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বায়ুসেনার বিশেষ বিমানে কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে আসেন। সেখান থেকে তাঁর কনভয় এসে পৌঁছায় সমাবর্তনস্থলে। অনুষ্ঠানে যোগ দিতে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে এসে পৌঁছান। আজ তিনি মেদিনীপুর সার্কিট হাউস থেকে সমাবর্তন স্থলে আসেন।
এবার ২৬১৬ জনকে স্নাতক ডিগ্রি, ২৯৫ জনকে ডক্টরাল এন্ড জয়েন্ট PHD দেওয়া হয়। ৩০ জন পান M.S, ৬২৪ জন M.Tech, ৩৯ জন M.CC, ১১২ জন M.B.A পান। এছাড়াও LLM. B.Tech, M.Tech, B.Arch ইত্যাদি মিলিয়ে মোট ২৬১৬ জন ডিগ্রি পান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584