স্বাস্থ্য সাথী কার্ডেই মিলেছে সুচিকিৎসা পরিষেবা, দাবি কাঁথির শেখ রাজেশের

0
88

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

sk rajesh | newsfront.co
শেখ রাজেশ, উপকৃত ব্যক্তি। নিজস্ব চিত্র

সারা পশ্চিমবঙ্গ জুড়ে যখন বিরোধীরা স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে তীব্র নিন্দা করছেন, তখনই পূর্ব মেদিনীপুরের কাঁথি ১৪ নম্বর ওয়ার্ডের ধনদিঘি’র বাসিন্দা শেখ রাজেশ দাবি করলেন তিনি এই কার্ডের মাধ্যমে উপকৃত হয়েছেন। শেখ রাজেশ বলেন, “আমার মা- এনার বিবি গত জানুয়ারি মাসের কুড়ি তারিখ হঠাৎ অসুস্থ হলে দারুয়া মহকুমা হাসপাতালে ভর্তি করি। ডাক্তার রিপোর্ট করে নিশ্চিত করেন হৃদরোগে আক্রান্ত হয়েছে, তাই কলকাতা তে রেফার করেন।

patient | newsfront.co
নিজস্ব চিত্র

এরকম অবস্থায় বাড়ির গয়না বন্ধক দিয়ে কিছু টাকার ব্যবস্থা করি ও স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে কলকাতা মুকুন্দুপুর আমরি হসপিটালে আমার মা কে ভর্তি করি। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ চিকিৎসা হয়।

আরও পড়ুনঃ শ্রমিক নিয়োগ ঘিরে অশান্তির জেরে বন্‌ধের চেহারা নিউ জলপাইগুড়িতে

এবং সম্পূর্ণ বিনামূল্যে।” তিনি সাধারণ মানুষকে স্বাস্থ্য সাথী কার্ডের প্রতি ভরসা রাখার আহ্বান করে বলেন, “বিরোধীরা এই রাজ্যের স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে সাধারণ মানুষের কাছে বিভ্রান্ত সৃষ্টি করছে, সেখানে দাঁড়িয়ে আমি সাধারণ মানুষকে জানাচ্ছি এই স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে আপনারা উপকৃত হবেন। আমি প্রথম প্রথম এই বিষয় নিয়ে সংশয় থাকলেও অবশেষে এই স্বাস্থ্য সাথী কার্ডের উপর ভরসা রাখছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here