বিশেষ প্রতিবেদন,নিউজফ্রন্টঃ
সেঞ্চুরি শুধু ক্রিকেটেই হয় না হতে পারে পেট্রোপণ্যেও।তাঁরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ভারতে।সোমবার মুম্বইয়ে পেট্রোলের দর দাঁড়িয়েছে ৮৮ টাকা ১২ পয়সা, ডিজেল ৭৭ টাকা ৩২ পয়সা। দিল্লিতে পেট্রোল লিটারে ৮০ টাকা ৭৩ পয়সা, ডিজেল ৭২ টাকা ৮৩ পয়সা। কলকাতায় পেট্রোল হয়েছে লিটারে ৮৩ টাকা ৩৯ পয়সা, ডিজেল ৭৫ টাকা ৪৬ পয়সা।ভোটের ঠিক আগে রাজস্থান সরকার পেট্রোল-ডিজেলের ওপর নিয়ন্ত্রণ এনেছে।তারা ভ্যাট এ আড়াই টাকা কমিয়েছে।পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আবার এনিয়ে কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিতে পরামর্শ দিয়েছেন।তার যুক্তি অর্থনীতিতে এটা হয়েই থাকে। পেট্রোলের ওপর কেন্দ্র মোট ১৯ টাকা ৪৮ পয়সা আর ডিজেলের ওপর ১৫ টাকা ৩৩ পয়সা কর নেয়। এরসঙ্গে যুক্ত হয় রাজ্যগুলির নিজস্ব ভ্যাট। এর সঙ্গে টাকার দরের ক্রমাগত পতন এর ফলে জটিল করেছে পরিস্থিতি।এখন এটাই দেখার বিষয় ,কবে পেট্রোপণ্যের দাম সেঞ্চুরি ছাড়ায়।
আরও পড়ুনঃ কথা রাখল চোর, ফেরত দিল মোবাইল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584