নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
জলদাপাড়া জাতীয় উদ্যানের চিলাপাতা রেঞ্জ অফিসের তালা খুলে দেন বনবস্তির বাসিন্দারা। তবে বনবস্তির বাসিন্দারা জানিয়েছেন, ১৫ তারিখের মধ্যে তাদের সমস্যার সমাধান না করলে ফের বৃহত্তর আন্দোলন শুরু করবেন তারা।
উল্লেখ্য, ৪ ঠা জানুয়ারি চিলাপাতা রেঞ্জ অফিসে তালা ঝোলান গ্রামবাসীরা। রাজ্য বন দফতররের বন সহায়ক পদে বনবাসীদের নিয়োগ করা হয়নি। শহরের বাবু ঘরের ছেলে মেয়েদের এই পদে আইন ভেঙ্গে নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুনঃ পাঁশকুড়া কলেজের ছাত্র সংগঠনের নয়া কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ টিএমসিপি’র একাংশের, বিক্ষোভ
এই অভিযোগে প্যানেল বাতিল করে বন সহায়ক পদে বনবস্তি বাসীদের নিয়োগের দাবিতে চিলাপাতা রেঞ্জ অফিসে তালা ঝুলিয়েছিলেন তারা।
রেঞ্জ অফিসে তালার জেরে বন্ধ হয়ে গিয়েছিল চিলাপাতার পর্যটন ও কার সাফারি। অবশেষে আটদিন পর খুলল তালা। ফের কার সাফারির বুকিং নেওয়া হবে বলে জানিয়েছে বন দফতর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584