পাঁশকুড়া ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতিকে গণ ডেপুটেশন

0
74

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

সোমবার পুর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল- পাঁশকুড়া রাজ্য সড়ক সম্প্রসারণের ক্ষেত্রে যতটুকু জায়গা প্রয়োজন,তা নেওয়া সহ ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রভৃতি দাবি নিয়ে পাঁশকুড়া ব্লকের বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতির নিকট গণ ডেপুটেশন দেওয়া হল পাঁশকুড়া রাজ্য সড়ক পার্শ্ববর্তী ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে।

mass deputation | newsfront.co
নিজস্ব চিত্র

প্রসঙ্গত, গত কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরের পূর্ত দফতর থেকে মাইকিংয়ের মাধ্যমে সরকারি জমি দখলিকৃত ব্যক্তিদের উদ্দেশ্যে জানানো হয় ঘাটাল থেকে মেচগ্ৰাম যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটির সম্প্রসারণ ও সংস্কারের জন্য সরকারি জমি দখলিকৃত কাঠামো গুলি দখলকারী ব্যক্তি গণ ৭ দিনের মধ্যে নিজ নিজ উদ্যোগে সরিয়ে নিয়ে যাওয়ার।

আরও পড়ুনঃ কিষান সম্মান নিধি প্রকল্পের ফর্ম জমাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাঁথি

অন্যথায় আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থ মূলক কাজের জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। মূলত এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন জীবিকার জন্য এই পদক্ষেপ।

পাশাপাশি রাস্তা সম্প্রসারণ হওয়ার পর যেটুকু জায়গা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট জায়গার মধ্যে অবশ্যই যাতে এইসব ছোট ছোট দোকানদারদের বসানো সম্ভব হয় এবং যেসব দোকানদার গুলিকে উচ্ছেদ করা চলছে সেই সব দোকানদার গুলি জন্য পুনর্গঠন দেয়া হয় এই দাবি রাখা হয় এই দিন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here