নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পুলিশি জেরার ভয়ে আলু বিক্রি বন্ধ রাখলেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর শহরের ইন্দা বাজারের আলুর খুচরো ব্যবসায়ীরা। শুক্রবার আলু বেশী দামে বিক্রি নিয়ে ইন্দার বাজারে ব্যবসায়ীদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে। ব্যবসায়ীদের বক্তব্য, তারা পাইকারদের কাছ থেকে আলু কিনে অল্প মার্জিন রেখে বিক্রি করেন। পাইকাররা আলুর দাম লিখে রসিদ না দিলে তারা আলু বিক্রি করবেন না।
আরও পড়ুনঃ লক্ষ্মী পুজোর রাতেই মণ্ডপে আগুন দাসপুরে
আর আলুর দোকান বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন ক্রেতারা। তাদের কেউ আলুর বদলে কচু, আবার কেউ মেনু থেকে এক-দুদিনের জন্য আলু বাদ রাখার কথা বলেন। এ ঘটনায় একদিকে যেমন সমস্যায় পড়েছে এলাকার ব্যবসায়ীরা অন্যদিকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকার মানুষদের। কারণ খাদ্যের মেনুতে আলুর গুরুত্ব সবচেয়ে বেশী, যার ফলে খাদ্যের মেনু থেকে আলু না পাওয়ায় মুখ ভার করে বাড়ি ফিরতে হচ্ছে ক্রেতাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584