খালিদ মুজতবা,মুর্শিদাবাদঃ

জিএসটি রিটার্ন জমা করতে গিয়ে মাথায় হাত ব্যবসায়ীর।এক লক্ষ একুশ হাজার চারশো ষাট টাকা মূল্যায়নের জিএসটি পে করতে গিয়ে দেখে,পাঁচ কোটি পঁচাশি লক্ষ আটত্রিশ হাজার মোট টাকা দেখাচ্ছে।আনুমানিক সত্তর লক্ষ টাকা ট্যাক্স দিতে হবে।

বুধবার এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ডোমকলের এসডিও মোড় সংলগ্ন এক ইলেকট্রনিক্স দোকানে।ঘটনার পর রীতিমতো মাথায় হাত ব্যবসায়ীর।
আরও পড়ুনঃ জিএসটি প্রত্যাহারের দাবীতে আন্দোলনের পথে কাঁসা পিতল ব্যবসায়ীরা

জিএসটি রিটার্ন জমা করতে গিয়েছিলেন খন্দকার ওমর ফারুক নামে ঐ ব্যবসায়ীর। প্রতিমাসের মত এ মাসেও জিএসটি রিটার্ন দিতে গিয়ে হতভম্ব হয়ে পড়েছেন ওই ক্ষুদ্র ইলেকট্রনিক্স ব্যবসায়ী। সংবাদমাধ্যমকে তিনি জানান, ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে এতগুলো টাকা ট্যাক্স তিনি দেবেন কিভাবে?শীঘ্রই এই ধরনের সমস্যার সমাধান করা উচিত।প্রায় প্রতি মাসেই এধরণের সমস্যায় পড়তে হয় ব্যবসায়ীদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584