সবং পঞ্চায়েত সমিতির উদ্যোগে মাছ চাষীদের চারাপোনা বিতরণ

0
65

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস দফতরের পক্ষ থেকে ২৮ জন মাছ চাষীকে এক হাজার করে মোট ২৮ হাজার মাছের চারাপোনা দেওয়া হয় এবং প্রত্যেককে কুড়ি কেজি করে চুন দেওয়া হয়।

peopls | newsfront.co
নিজস্ব চিত্র

মাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবংয়ের বিধায়ক গীতা রানী ভূঁইয়া ও বিডিও তুহিন শুভ্র মহান্তি,সবং পঞ্চায়েত সমিতির প্রাণী মৎস্য দফতরের কর্মাধ্যক্ষ শেখ আবু কালাম বক্স, ফিশারি আধিকারিক তীর্থ ভট্টাচারিয়া।

fisheries department | newsfront.co
নিজস্ব চিত্র

আবু কালাম বক্স বলেন, মাছ চাষীদের মধ্যে যারা জল ধরো জল ভরো প্রকল্পের মধ্যে যুক্ত রয়েছেন তাদের মধ্যে ১০০ জনকে বেছে নেওয়া হয়। সেই সব মাছ চাষীদের সরকারি ভাবে সাহায্য করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ হলদিয়ায় বাড়ি বাড়ি মাছ পৌঁছে দিতে নয়া উদ্যোগ মৎস্য দফতরের

মাছ চাষীদের হাতে মাছের চারাপোনা তুলে দেওয়ার পর বিধায়ক গীতা রানী ভুঁইয়া বলেন, বাংলার মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের মধ্যে অন্যতম হল জল ধরো জল ভরো প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রতিবছর অনেক মানুষ উপকৃত হচ্ছে অর্থনৈতিকভাবে।

তাই মাছ চাষীদের বিনামূল্যে মাছের চারাপোনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এর ফলে গ্রামের মাছ চাষীরা বিশেষ ভাবে উপকৃত হবেন বলে তিনি জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here