নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বিজ্ঞানের আধুনিকতার ছোঁয়ায় প্রায় বিলুপ্তির পথে গ্রাম বাংলার কর্মকার হস্তশিল্পের চাহিদা। যার বিশেষ প্রতিবেদন নিউজ ফ্রন্টের পাতায়।
বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ তা নিয়ে সংশয় রয়েছে ! বিজ্ঞানের অত্যাধুনিক ছোঁয়ায় এখন প্রায় বিলুপ্তির পথে গ্রাম বাংলার কর্মকারদের হস্তশিল্পের চাহিদা। রান্নার মসলা বাটার সিলকে কাটানোর চাহিদা একসময় গ্রাম বাংলার মা-বোনেদের কাছে ছিল অপরিসীম। বর্তমানে সিলের পরিবর্তে এসেছে অত্যাধুনিক বৈজ্ঞানিক গ্যাজেট। যার জন্য কর্মকারের হস্তশিল্পের কদর এখন আর তেমন নেই।
বর্তমানে ছুরি,কাঁচি ও বঁটি ধার দেওয়ার হিড়িক অনেকটাই কমে এসেছে যার জন্য জীবিকায় টান পড়েছে কামার ব্যবসায়ীদের। বাধ্য হয়ে তারা নতুন কোন জীবিকার সঙ্গে যুক্ত হচ্ছে, হারিয়ে যাচ্ছে বাংলার সংস্কৃতি ও বাংলার ঐতিহ্য হস্তশিল্প।
আরও পড়ুনঃ করোনাকালে বন্ধ তামিলনাড়ুর মেরিনা সমুদ্র সৈকত, প্রভাব ফেলেছে স্থানীয় ব্যবসায়ীদের উপর
এরমই সুদূর বীরভূমের সাঁইথিয়া থেকে মুর্শিদাবাদে ফেরি করতে আসা এক কামার ব্যাবসায়ী রাখাল কর্মকার নিউজ ফ্রন্টকে জানালেন তাদের দুর্দশার কথা। আধুনিকতার ছোঁয়ায় তাদের কদর কমে যাচ্ছে টান পড়ছে রুটি রোজগারের। তাই তারা চাইছে তাদের দিকে যদি সরকার একটু নজর দেয় তাহলে তারা উপকৃত হবেন নাহলে বাধ্য হয়ে পেটের টানে জীবিকা পরিবর্তনের দিকে ঝুঁকতে হবে তাদের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584