শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
আনুমানিক ২৬ দিন ধরে আদালতের আইনজীবিদের কর্মবিরতি হওয়ার ফলে ভোগান্তির শিকার আদালতে আসা বিচারপ্রার্থীরা পরিবার সহ আদালত চত্ত্বরে থাকা সকল ক্ষুদ্র ব্যবসায়ীরা।
জানা যায়,হাওড়া আদালতে পুলিশের নির্মম অত্যাচার ও লাঠিচার্জ হয় হাওড়া আদালতের আইনজীবিদের অপর।এরই প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন আইনজীবিরা।লাগাতার আন্দোলন চালিয়ে জাছেন আইনজীবিরা।এই আন্দোলনের প্রভাব দক্ষিণ দিনাজপুর জেলার মহকুমা আদালত থেকে জেলা আদালতে পৌঁছায়।এই কর্মবিরতিতে অসহায় পড়ছেন আদালত চত্ত্বরের ক্ষুদ্র ব্যবসায়ীরা।
আরও পড়ুনঃ ক্ষতিপূরনের পাওনা টাকার দাবীতে কোপানোর অভিযোগ
তারা জানান,আইনজীবিদের কর্মবিরতির ফলে আদালতে আসছেন না বিচারপ্রার্থী আসামীদের পরিবার।তারা না আসায় কোনরূপ ব্যবসা হচ্ছেনা তাদের।ব্যবসা না হবার ফলে প্রতিনিয়ত সংসার চালাতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা।পরিবারের মুখে সামান্য অন্ন যোগাতে প্রতিনিয়ত সমস্যায় পরতে হচ্ছে।
তাদের দাবী,অবিলম্বে মিটুক আইনজীবিদের কর্মবিরতি, ফিরুক আমাদের ব্যবসা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584