পরিষেবা শুরু করতে প্রস্তুত মেট্রো, সংক্রমণ এড়াতে শুধুমাত্র স্মার্টকার্ডেই প্রবেশে ছাড়

0
52

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

আনলক ফোর পর্যায়ে সারা দেশজুড়ে ধাপে ধাপে পরীক্ষামূলক ভাবে মেট্রো চালু করার বিষয়ে ইতিমধ্যে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে মেট্রো চালু হলেও কি ভাবে যাত্রীরা যাতায়াত করবেন, তা নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা করে ফেলা হয়েছে। মেট্রো সূত্রে খবর, আপাতত সংক্রমণ এড়াতে শুধুমাত্র স্মার্টকার্ডধারীরাই মেট্রোয় চলাচল করতে পারবেন। কার্ড রিচার্জ করা যাবে মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে।

metro service | newsfront.co
ফাইল চিত্র

রবিবার এক বিশেষ সাংবাদিক বৈঠকে এই তথ্য জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘রাজ্যের ঘোষিত লকডাউন না থাকলে ৭ সেপ্টেম্বর থেকে কলকাতা মেট্রোর পরিষেবা শুরু হবে। নতুবা অনিবার্য কারণেই পরিষেবা শুরু হবে ৮ সেপ্টেম্বর। কিন্তু এই মুহূর্তে আমরা টোকেন সিস্টেম রাখছি না। কারণ টোকেন সিস্টেম থাকলেই লাইন দিয়ে টিকিট কাটতে হবে, ফলে ভিড় বাড়বে। এতে সংক্রমণ বাড়ার সম্ভাবনা অনেক বেশি। তাই শুধুমাত্র স্মার্ট কার্ড ব্যবহারকারীরাই যাতায়াত করতে পারবেন।”

আরও পড়ুনঃ নবান্নের চিঠির পরেই মেট্রো চালানোর সিদ্ধান্ত কেন্দ্রের

কিন্তু তাতে খুচরো যাত্রীরা না আসতে পারলে মেট্রোর আয় কমে যেতে পারে? ইন্দ্রাণীদেবী জানিয়েছেন, ‘ আয় থেকে মানুষের জীবনের দাম অনেক বেশি। মানুষ যাতে সুষ্ঠুভাবে নির্বিঘ্নে এবং সুস্থভাবে যাতায়াত করতে পারেন, সে টাই আমাদের মেট্রো পরিষেবার প্রথম লক্ষ্য।

এছাড়াও মেট্রো সূত্রের খবর, ইতিমধ্যে প্রতিটি স্টেশনের জন্য আলাদা স্যানিটাইজেশন যন্ত্র কেনা হয়েছে। তা দিয়ে জীবাণুমুক্ত করা হয়েছে স্টেশনগুলি। পরিষেবা চালু হলে প্রতিদিন বেশ কয়েক ঘন্টা অন্তর জীবাণুমুক্ত করা হবে প্রতিটি স্টেশন। এসবের পরেও যদি অতিরিক্ত ভিড় বেড়ে যায়, তাহলে প্রয়োজনে পুলিশের সাহায্য নেওয়া হবে।

আরও পড়ুনঃ ‘ম্যায় হুঁ না’ পোস্টারের পাল্টা রাজ্যপালের টুইট ‘ম্যায় ভি হুঁ না’

তবে টোকেন সিস্টেম আপাতত না থাকায় কিছুটা সমস্যায় পড়বেন অনেক যাত্রীই। কারণ, যাঁরা নিত্যযাত্রী নন, তাঁদের অনেকের কাছেই স্মার্ট কার্ড থাকে না। কারণ সেখানে ন্যূনতম একটা টাকা জমিয়ে রাখতে হয় এবং একটা নির্দিষ্ট সময় অন্তর অবশ্যই রিচার্জ করতে হয়। তাই মেট্রো শুরু হলে যাতায়াতের জন্য সবাইকে স্মার্ট কার্ড কিনতে হবে। সেক্ষেত্রেও মেট্রোর টিকিট কাউন্টারে প্রথমদিকে ভিড় বেড়ে যেতে পারে। এই সমস্যা কিভাবে সমাধান করা হয় তা নিয়ে পুলিশের সঙ্গে কথা বলা হবে বলে জানিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক। একইসঙ্গে তিনি জানান, পরবর্তীকালে সমস্ত কিছু পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই টোকেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here