উৎসবের মরশুমে সক্রিয় পাচার চক্র, উদ্ধার রুপোর গহনা

0
81

হরষিত সিংহ,মালদহঃ

উৎসব মরশুমকে কাজে লাগিয়ে পাচারে সক্রিয় হয়ে উঠেছিল চোরা কারবারীরা৷ যদিও সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় তাদের সেই নকশা সফল হয়নি৷গতকাল কালিয়াচকের শ্মশানি এলাকায় বাংলাদেশ পাচারের আগে ৫ কিলো ৫০০ গ্রাম রুপোর গয়না উদ্ধার করেছেন ২৪ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা৷ যদিও কোনও পাচারকারীকে গ্রেফতার করা যায়নি বলে দাবি করেছে বিএসএফ৷

বিএসএফ জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল কালিয়াচকের শ্মশানি গ্রামের ভারত-বাংলাদেশ সীমান্তে জাল পাতা হয়৷ হঠাৎ দেখা যায়, বর্ডার রোড দিয়ে দুই ব্যক্তি বাংলাদেশ সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে৷ তাদের হাতে রয়েছে বড়ো ব্যাগ৷তা দেখেই সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাদের তাড়া করেন৷ ওই দুই ব্যক্তি তাড়া খেয়ে হাতের ব্যাগ ফেলে দিয়ে ঝোপঝাড় ও সীমান্ত এলাকায় থাকা বাড়িঘরের আড়াল দিয়ে সেখান থেকে পালিয়ে যায়৷ তাদের ফেলে যাওয়া ব্যাগ থেকে উদ্ধার হয় ৫টি পলিথিন মোড়ানো প্যাকেট৷ওই প্যাকেটগুলি থেকে পাওয়া যায় সাড়ে ৫ কিলো রুপোর গয়না৷ উদ্ধার হওয়া গয়নাগুলির বাজারমূল্য প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকা৷ গতকালই উদ্ধার হওয়া রুপোর গয়না শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে৷

প্রতি বছরই উৎসব মরশুমকে কাজে লাগিয়ে সীমান্ত এলাকায় সক্রিয় হয়ে ওঠে পাচারকারীরা৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷গতকালের ঘটনাই তার প্রমাণ৷ বিএসএফ জানিয়েছে, চলতি বছর এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার বিএসএফ ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে মোট ৯১ কিলো ২৮৮ গ্রাম রুপোর গয়না উদ্ধার করেছে৷উদ্ধার হওয়া ওই অলঙ্কারগুলির আনুমানিক বাজারমূল্য ৩৪ লক্ষ ২৪ হাজার ১৪৯ টাকা৷(ছবিঃঅভিষেক দাস)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here