নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
বর্তমানে লকডাউনের জেরে শুনশান রাস্তা ঘাট। এবার ফাঁকা রাস্তা দখলে এল সাপ। শুনশান রাস্তায় দুটি সাপের খেলা দেখতে ভিড় সাধারণ মানুষের। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার শান্তিপুর গ্রামের রাস্তা উপরে, হঠাৎই দুটি সাপকে খেলা করতে দেখে স্থানীয়রা।
সরকার যেখানে সংক্রমণ রুখতে এক জায়গায় জমায়েত না থাকার অনুরোধ জানিয়েছেন। আর সেই কথাকে উপেক্ষা করে এদিন সাপের খেলা দেখতে রাস্তার দু’ধারে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। কে শুনে কার কথা। কবে ফিরবে মানুষের সচেতনতা। রাজ্যে দিন দিন করোনা সংখ্যা বাড়ছে তবুও সাধারণ মানুষ বাইরে বের হচ্ছে,কারণ ছাড়াই।
আরও পড়ুনঃ কোচবিহারে ৬৪ জন ভবঘুরেকে খাওয়ালেন আরপিএফ – জিআরপিরা
অনুরোধ,দয়া করে বাড়ির বাইরে বের হবেন না। এই করোনা ভাইরাস নির্মূল করতে একমাত্র উপায়, ঘর বন্দী থাকা।নিজে সুস্থ থাকুন আর অপরকে সুস্থ রাখুন। এটা নির্দেশ দিয়েছে বর্তমান রাজ্য প্রশাসন থেকে শুরু করে রাজ্য স্বাস্থ্য দফতর। ফলে নিস্তেজ ফাঁকা রাস্তাকে, দখল করে নিল দুটি সরীসৃপ প্রানী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584