নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ব্যাঙ্কের বাইরে সিঁড়িতে সাপ। যা দেখে আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। ঘণ্টাখানেক পর সাপটিকে সরিয়ে ফের চালু হয় ব্যাঙ্ক পরিষেবা। উওর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের টুঙ্গিদীঘির রায়গঞ্জ সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের ঘরের বাইরে সিঁড়িতে সাপ দেখা যায়।
লকডাউন জেরে ব্যাঙ্কে টাকা তোলার ভিড়। সকাল ১০টা থেকে ব্যাঙ্কের সামনে ভিড় জমে। লম্বা লাইন পড়ে যায়। সেই সময় সিঁড়ির উপরে হটাৎ করে লাইনে দাড়িয়ে থাকা লোকজন দেখতে পায় সাপটিকে। সিঁড়ি থেকে তাড়া হুড়ো করে লোকজন নেমে পড়েন। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ লকডাউন -এর মাঝেই চুরি বামাচরণ বিদ্যাপীঠে
পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আধ ঘন্টা পরে সাপটিকে সিঁড়ি থেকে নামিয়ে পাশের জঙ্গলে তাড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার জেরে ব্যাঙ্ক পরিষেবা প্রায় ঘণ্টাখানেকের জন্য বন্ধ থাকে। সাপটি চলে গেলে ফের স্বাভাবিক পরিষেবা শুরু হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584