নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার বাজারের মধ্যে পানীয় জল সরবরাহের রিজার্ভার থেকে সকালে এক ব্যক্তি বোতল নিয়ে পানীয় জল আনতে যান, সেই সময় আচমকাই পানীয় জলের সঙ্গে বেরিয়ে আসে একটি ছোট্ট সাপ। তারপরেই হইচই পড়ে যায় গোটা এলাকায়।
জানা গেছে এগরা পৌর এলাকার পুরোটাই কনটেইনমেন্ট জোন। আর সেই এলাকারই পানীয় জলের সাথে সাপ বেড়ানো নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। এলাকার বাসিন্দাদের অভিযোগ এই সমস্ত পানীয় জলের রিজার্ভার গুলি ঠিকঠাক ভাবে পরিষ্কার করা হয় না। তাছাড়া রিজার্ভার গুলির চারপাশে জমে রয়েছে বিস্তর আবর্জনা। যার দরুণ এই অবস্থা, এমনটাই অভিযোগ এলাকাবাসীর।
আরও পড়ুনঃ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের
যদিও এগরা পুরসভার চেয়ারম্যান শংকর বেরা বলেন, “আমরা নিয়ম করে সাত দিন অন্তর রিজার্ভার গুলো পরিষ্কার করি। আর এই ঘটনা জানা মাত্র আমি আমার পুরসভার আধিকারিকদের বিষয়টি দেখতে বলেছি। আমাদের পুরসভাকে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এইসব ঘটানো হচ্ছে। এর পিছনে কে বা কারা রয়েছে সে ব্যাপারে আমরা খতিয়ে দেখব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584