মনিরুল হক, কোচবিহারঃ
শিশু ও প্রসূতিদের জন্য থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরের পেছন থেকে উদ্ধার হল সাপ। আজ মাথাভাঙা ১ নম্বর ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি এলাকা থেকে ওই সাপ উদ্ধার হয়। পরে সেটিকে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন প্রথমে স্থানীয় বাসিন্দারা ওই সাপটিকে দেখতে পান। তারপরেই খবর দেওয়া হয় বনদফতরকে। ছুটে আসেন মফিজুল বাজিকর নামে এক সর্প বিশেষজ্ঞ। তিনি সাপটিকে ধরে নিয়ে গিয়ে বন দফতরের হাতে তুলে দেন।
আরও পড়ুনঃ দিনহাটার দুঃস্থ পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান তৃনমূল ছাত্র পরিষদের
সর্প বিশেষজ্ঞ জানিয়েছেন, স্থানীয়রা ওই সাপটিকে পঙ্খীরাজ সাপ বলে থাকে। সাপটি ৮ ফুট লম্বা।
বনবিভাগের মাথাভাঙার রেঞ্জার সজল পাল জানান, উদ্ধার করা সাপটি গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়েছে। স্থানীয় মানুষ মনে করছেন, লকডাউনের জেরে ওই অঙ্গনওয়াড়ি সেন্টার বন্ধ।
শিশু ও প্রসূতিদের এখন আর আনাগোনা নেই। আর সেই কারণেই সাপের আড্ডা তৈরি হচ্ছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584