নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
একটি বিরল প্রজাতির সাপ উদ্ধার করাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার আলিপুরদুয়ারের ভোলারডাবরি জিৎপুর এলাকায়। জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা চন্দন দেবনাথের ঘরে, এই সাপটি দেখেন পরিবারের সদস্যরা।
তার পরেই আতঙ্ক ছড়ায় পরিবারের মধ্যে। সচরাচর এমন ধরনের সাপের দেখা মেলেনি ওই এলাকায় বলে দাবি করেছেন ওই দেবনাথ পরিবারের সদস্যরা। তাই নাম না জানা সাপের দর্শনে আতঙ্ক ছড়ায় এলাকা জুড়ে। পরে খবর দেওয়া হয় আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার কাছে।
আরও পড়ুনঃ হু হু করে বাড়ছে তেলের দাম, কলকাতায় পেট্রোল ৮১ টাকা লিটার
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার সভাপতি জয়ন্ত দাস। তৎক্ষণাৎ তিনি সাপটিকে উদ্ধার করেন। তিনি জানান, এই সাপটির নাম ঘোড়ারনাল বা পক্ষীরাজ। তারপরই স্বস্তি পায় ভোলারডাবরির জিৎপুর এলাকার বাসিন্দারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584