নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
বুধবার রাতে এক ব্যক্তির বাড়িতে প্রবেশ করেছিল বিষধর সাপ খরিস ৷বুঝতে পেরে সাপটিকে না মেরে কৌশল করে বাড়ির বাইরে বের করে দিয়েছিলেন স্থানীয় জনগন ৷ নজরদারিতে রেখে সকালে বনদফতরে খবর দেওয়া হয় ,খবর যায় স্বেচ্ছাসেবী স্নেক ক্যাচারের কাছেও ৷
প্রশিক্ষিত বনকর্মীরা এসে সাপটি ধরতে গিয়ে কেটে ফেললেন সাপের শরীর ৷ বের করতে অক্ষম হলেন গর্ত থেকে ৷ অবশেষে উদ্ধার করল স্বেচ্ছাসেবী স্নেক ক্যাচার ৷ বনদফতরের ভূমিকায় ক্ষোভ উগরে দিলেন স্থানীয় গ্রামবাসীরা ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার খাকুড়দা এলাকাতে ৷
স্থানীয় বাসিন্দা সঞ্জীব দে-র বাড়িতে বুধবার রাতে একটি বিষধর সাপ দেখা যায় ৷ পূর্ণ বয়স্ক খরিস সাপটিকে দেখে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়লেও তাকে না মেরে কৌশল করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন ৷ রাতে তার ওপর নজরদারি করেছিলেন সঞ্জীব বাবু ও প্রতিবেশীরা ৷ পরদিন বৃহস্পতিবার সকালে সাপটিকে প্রতিবেশীর বাড়ির একটি পিলারের তলাতে ঢুকে থাকতে দেখা যায় ৷ সকালে খবর দেওয়া হয়েছিল বনদফতরে৷
আরও পড়ুনঃ হাতির হানায় গুড়গুড়িপালে ক্ষতিগ্রস্থ ফসল
বনদফতরের কর্মীরা অনেক দেরিতে এসেও সাপটিকে দেখেই কাজে গড়িমসি করে বলে অভিযোগ করা হয় ৷ প্রশিক্ষিত ওই বনকর্মীরা সাপটিকে ধরার বিভিন্ন অপটু কৌশল শুরু করেন ৷ দীর্ঘক্ষণ ভুল চেষ্টার ফলে সাপটির পেট কেটে যায় ৷ অথচ সাপটিকে ভেতর থেকে বের করতে অক্ষম হয় ৷ বনদফতরের এই ভুল পদক্ষেপে সাপটি মারা যেতে বসেছে দেখে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা ৷
আরও পড়ুনঃ ঘুঘুমারী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার
সঞ্জীব বাবু বলেন- “সাপটিকে যাতে মেরে না ফেলে সুস্থ অবস্থায় লোকালয় থেকে বের করে দেওয়া যায় তার জন্যই বনদফতরকে ডাকা হয়েছিল ৷ কিন্তু বনকর্মীরা অনেক দেরিতে এসেও করে হাজির হয় ৷ সাপটিকে ধরতেই তাদের অনীহা দেখা যায় ৷ উদ্ধার করার কৌশলও অপটু ৷ সব মিলিয়ে বনদফতরের কর্মীদের গাফিলতিতেই সাপটি মারা যেতে বসেছে৷ এই বনদফতর বেলদা এলাকায় এমন ঘটনাতে সর্বদাই এমন ভুল পদক্ষেপ আগেও করেছে ৷”
আরও পড়ুনঃ ইসলামপুরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
দীর্ঘ চেষ্টাতেও যখন বনদফতর সাপটিকে উদ্ধার করতে অক্ষম হয় তখন শেষ পর্যন্ত সেখানে হাজির হয় মেদিনীপুর শহরের স্বেচ্ছাসেবী স্নেক ক্যাচার দেবরাজ চক্রবর্তী ৷ দেবরাজ নিজ কৌশলে সাপটিকে ভেতর থেকে উদ্ধার করেন ৷তারপর তুলে দেন বনদফতরের হাতে ৷
দেবরাজ বলেন ,”সাপটিকে বনকর্মীদের ভুলে এই ক্ষতি করা হয়েছে ৷ তা দেখে খুবই খারাপ লাগছে ৷ তবে বনদফতর শেষ চেষ্টা করুক সাপটিকে বাঁচানোর ৷”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584