মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। করোনা প্রতিরোধের জন্য ইতিমধ্যেই অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দিয়েছেন বিশিষ্টজনরাও। এবার হু (ডব্লিউএইচও)-এর কোভিড- ১৯ সলিডারিটি রেসপন্স ফান্ডে সরাসরি অনুদান দিতে পারবেন স্ন্যাপচ্যাটকারীরা। স্ন্যাপচ্যাট নিয়ে এসেছে ডোনেশন লেন্স। এটি সেইসব স্ন্যাপচ্যাটাকারীদের জন্য যারা কোভিড ১৯ এর বিরুদ্ধে প্রচেষ্টাকে সমর্থন করতে চায়।
স্ন্যাপচ্যাটকারীরা যখন স্ন্যাপচ্যাট ক্যামেরায় একটি ৫০০ টাকার নোট দেখাবেন এবং ওই টাকায় টোকা দেবেন তখন একটি এআর অভিজ্ঞতা ট্রিগার করবে যার সাহায্যে দেখা যাবে যে, কোনও সম্ভাব্য ডোনেশন কীভাবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)কে সাহায্য করছে। এই লেন্সগুলি হু এর সমর্থনে ইউনাইটেড নেশনস ফাউন্ডেশনের কোভিড-১৯ সলিডারিটি রেসপন্স ফান্ডের অংশীদারিত্বে প্রবর্তন করা হচ্ছে এবং হু এর জন্য কোভিড-১৯ সলিডারিটি রেসপন্স ফান্ড অনুদান বা ডোনেশন পৃষ্ঠায় স্ন্যাপচ্যাটকারীদের নির্দেশ করবে।
আরও পড়ুনঃ লকডাউনে ঘরে বসে হোয়াটসঅ্যাপেই ব্যাঙ্ক পরিষেবা
স্ন্যাপচ্যাটকারীরা বিভিন্নভাবে এই লেন্সগুলি উপলব্ধি করতে সক্ষম হবেন। লেন্স ক্যারোসেলে স্ন্যাপকোড বা স্ক্যান ব্যবহার করে। সহায়ক মুদ্রায় স্ন্যাপচ্যাটকারী যেকোনও পরিমাণ অর্থ দান করতে পারেন।
এআর অভিজ্ঞতা দেখাবে কিভাবে, এই সম্ভাব্য দান ভাইরাসটির বিস্তার বোঝার জন্য ও ট্র্যাক করতে হু এর কাজকে সহায়তা করতে পারে, অগ্রভাগের কর্মীরা প্রয়োজনীয় সরঞ্জাম এবং তথ্য পান তা নিশ্চিত করতে পারে, ভ্যাকসিন, পরীক্ষা চিকিৎসার বিকাশের প্রচেষ্টাকে আরও দ্রুত সম্পন্ন করতে পারে। ডোনশন লেন্স অন্যান মুদ্রাতেও সক্রিয়। যেমন পাউন্ড, ইউরো, ডলার। তাহলে দেরি না করে যারা এখনও স্ন্যাপচ্যাটে অ্যাকাউন্ট খোলেননি তারা স্ন্যাপচ্যাটে আজই একটা অ্যাকাউন্ট খুলে ফেলুন ঝটপট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584