নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
কালিয়াচক থানার পুলিশ অস্ত্রসহ চার জনের এক ছিনতাইবাজের দলকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোর্স মারফৎ খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ এক অভিযান চালিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের ডাঙ্গা এলাকা থেকে এই চারজনকে গ্রেফতার করে। ধৃতদের এদিন মালদহ জেলা আদালতে পেশ করে কালিয়াচক থানার পুলিশ।
পুলিশ সূত্রে ধৃতদের নাম ,মোজাফ্ফর শেখ(২৮),তাহিদুর শেখ(২১),তেকবার খান(২৪) ও আবু বাক্কার শেখ(২৫) বলে জানা যায়। সকলেই কালিয়াচক থানা এলাকার বাসিন্দা বলে খবর। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি হাঁসুয়া, একটি রড ও একটি ভোজালি।
আরও পড়ুনঃ বাড়ছে সংক্রমণ, অর্থনীতি বাঁচাতে বাজার খোলার সিদ্ধান্ত বাংলাদেশে
পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের উদ্দেশ্যে এই চার যুবক ডাঙ্গা এলাকায় জড়ো হয়েছিল। তবে তার আগে পুলিশের হাতে ধরা পড়ে যায়। কালিয়াচক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584