নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
ফের আপ গৌড় এক্সপ্রেস ট্রেনে যাত্রী হেনস্থা ও ছিনতাইয়ের ঘটনা ঘটল।ছয় থেকে সাত জনের এক দুষ্কৃতী দল শুক্রবার গভীর রাতে ট্রেনের সংরক্ষিত শীততাপ-নিয়ন্ত্রিত কামরায় উঠে যাত্রীদের মারধোর করে ছিনতাই করে পালাল। দুষ্কৃতীদের বাধা দেওয়ায় দুই মহিলা যাত্রীকে মারধোর করে।গুরুতর জখম হয় দুই মহিলা।ঘটনায় রেল যাত্রীরা রামপুরহাট ও মালদা জিআরপি থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।
রেল পুলিশ সুত্রে জানা গিয়েছে,জখম দুই মহিলা যাত্রীর নাম দেবলিনা সাহা ও রুচি জিহান।গৌড় এক্সপ্রেসের এসি এ৩ কামরায় ছিলেন তারা।
আরও পড়ুনঃ ফোনে হুমকি দিয়ে ব্যাঙ্ক প্রতারণার শিকার মহিলা
জানা গিয়েছে,বর্ধমানের গুসকরা স্টেশনের কাছে ছয় থেকে সাত জনের একটি দুষ্কৃতী দল এসি সংরক্ষিত উঠে পড়ে।যাত্রীদের মারধোর করে ব্যাগ ও টাকা পয়সা মোবাইল ছিনতাই করতে থাকে।পরপর দুটি কামরায় প্রায় ৬ জন যাত্রীর টাকা পয়সা ছিনতাই করে। তারপর ট্রেনের চেন টেনে পালিয়ে যায়। ঘটনার পর আতঙ্ক ছড়ায় রেল যাত্রীদের মধ্যে।
পরে ট্রেনটি রামপুরহাটে পৌঁছালে যাত্রীরা জিআরপি থানায় অভিযোগ জানায়।
শনিবার সকালে ট্রেনটি মালদা টাউনে পৌঁছালে বিক্ষোভ দেখায় যাত্রীরা।পরে মালদা জিআরপি থানায় অভিযোগ জানালে তদন্তে নামে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584