ক্ষুদ্রতম ভারতের ম্যাপ এঁকে আন্তর্জাতিক স্বীকৃতি স্নেহার

0
235

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

চালের দানায় ভারতের ম্যাপ অঙ্কন করে আলিপুরদুয়ারের স্নেহার নাম উঠল ইন্টারন্যাশন্যাল বুকস অফ রেকর্ডসে। একটি ছোট্ট চালের দানার ওপর ভারতের ম্যাপ এঁকে বাংলার স্নেহা সবাই কে চমক লাগিয়ে দিয়েছে ৷ আলিপুরদুয়ার সূর্যনগরের ৮ নম্বর ওয়ার্ড এর বাসিন্দা এই স্নেহা দাস।

map | newsfront.co
সংবাদ চিত্র
girl | newsfront.co
স্নেহা দাস ৷ নিজস্ব চিত্র

সে আলিপুরদুয়ার মহাবিদ্যালয়ে র দ্বিতীয় বর্ষের ছাত্রী। একটি ০.৫ সেন্টিমিটার ছোট চালের দানার ওপর ভারতের মানচিত্র অঙ্কন করে নাম তুলে ফেলেছে রেকর্ডস বইয়ে। ছোট চালের দানায় ভারতের ম্যাপ এঁকে, স্নেহা সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে।

hand | newsfront.co
চালের ওপর মানচিত্র ৷ নিজস্ব চিত্র

চমকে যায় সবাই। সেটা দেখেই তাকে উৎসাহ দেয় সবাই। চোখে পরে, ইন্টারন্যাশন্যাল বুকস অফ রেকর্ডসের কর্তাদের। গত, ৯ ই আগস্ট ইন্টারন্যাশন্যাল বুকস অফ রেকর্ডস এর স্বীকৃতি লাভ করে স্নেহা।

sneha | newsfront.co
নিজস্ব চিত্র

শুধু বাংলায় নয় ,সে চমকে দিয়েছে সমগ্র ভারতবাসীকে। স্নেহা জানিয়েছে, ছোটবেলা থেকেই সে আঁকা, নাচ, নানান ধরণের জিনিস তৈরি ,দেওয়াল আঁকা ইত্যাদি করতে ভালোবাসে। ইচ্ছে থাকলেও পারিবারিক সমস্যার কারণে কোন কিছুই ঠিকঠাক করতে পারেনি।

কিন্তু সেই স্নেহাই এখন নাম তুলে ফেলল, ইন্টারন্যাশন্যাল বুকস অফ রেকর্ডসে। চরম সংকটের মাঝেও, বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পেরে, খুবই আনন্দিত বাংলার স্নেহা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here