ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
ফের আচমকাই বিপর্যস্ত হলো ফেসবুক পরিষেবা।বিশ্বজুড়ে ভোগান্তিতে পড়লেন ফেসবুক গ্রাহকরা।সূত্রের খবর রবিবার দুপুরের থেকে হঠাৎই ফেসবুক হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের ডেস্কটপ ভার্শন কাজ করা বন্ধ করে দেয়।গ্রাহকদের করা অভিযোগ অনুযায়ী ফেসবুকের নিউজফিড আপডেট হচ্ছিল না। ইন্সটাগ্রাম সঠিক ছন্দে কাজ করছিল না। পাশাপাশি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ পাঠাতে গিয়ে ভোগান্তিতে পড়েন গ্রাহকরা।যদিও ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মোবাইল অ্যাপ পরিষেবা সঠিক ছন্দে ছিল বলে জানা যায়।
ক্ষোভ উগরে দিয়ে বিপুল সংখ্যক গ্রাহক টুইটারে অভিযোগ জানিয়েছেন।ফেসবুকের পক্ষ থেকে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ।
ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিপুলসংখ্যক গ্রাহকরা ফেসবুকের এই পরিষেবা বিঘ্নিত হওয়ার কারণে ভোগান্তিতে পড়েন।একই সাথে ভোগান্তিতে পড়ে এশিয়া মহাদেশের গ্রাহকরাও।
আরও পড়ুনঃ ভোট না দিলেই কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কাটা যাবে ৩৫০ টাকা?
ঠিক কি কারণে এই পরিষেবা বন্ধ হলো সে বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে সবিস্তারে এখনই কিছু জানানো হয়নি।তবে এই একই ধরনের সমস্যা এর আগেও দেখা দিয়েছিল।তবে পুনরায় এই সমস্যার জন্য ফেসবুক এবার কি সমাধান আনে সেটাই দেখবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584