করোনার আবহে সোশ্যাল মিডিয়ায় আবদ্ধ বিশ্ব

0
46

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

করোনা ভাইরাস গোটা বিশ্বকে গ্রাস করেছে। সমগ্র পৃথিবী জুড়ে এখন এই একটাই অসুখ। ক্রমশ ছড়াচ্ছে সংক্রমণ। প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। করোনার জেরে বেড়েছে দূরত্বও। কারণ, জমায়েতে ছড়াতে পারে সংক্রমণ। তাই এই মুহূর্তে সামাজিক দূরত্ব মেনে চলাই শ্রেয়।

 

social media | newsfront.co

অন্যদিকে, করোনা মোকাবিলায় বিশ্বের বেশ কিছু দেশে চলছে লকডাউন। বন্ধ যানবাহন। দূর থেকে দূরে যাওয়ার পথ বন্ধ। পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পুরোটাই এখন সোশ্যাল মিডিয়ার সুতোয় বাঁধা। গোয়েন্দা সংস্থা ‘জার্মিন ৮’ তাদের রিসার্চে এমনই কিছু তথ্য পেয়েছে।

Twiitter | newsfront.co

করোনা আবহে গোটা বিশ্বের সঙ্গে একমাত্র যোগাযোগ স্থাপন করেছে সোশ্যাল মিডিয়া। সমগ্র পৃথিবীর মানুষ বাড়িতে বসে ফেসবুক, হোয়াটস অ্যাপ, টুইটারের মাধ্যমে একে অপরের সঙ্গে কথোপকথন করছেন। শুধু তাই নয় ভিডিও কলের মাধ্যমে দেখাও হয়ে যাচ্ছে দূরের বন্ধুদের সঙ্গে। অফিসের মিটিং-ও সহজেই করা সম্ভব হচ্ছে এই ভিডিও কলের সাহায্যে। স্কুল, কলেজের পড়াশোনা সবই হচ্ছে অনলাইনে। এইসব সোশ্যাল মিডিয়ার মধ্যে টুইটার এই মুহূর্তে বহুল ব্যবহৃত একটি মাধ্যম বলে জানাল গোয়েন্দা সংস্থা ‘জার্মিন -৮’। এই সংস্থার আধিকারিকরা রিসার্চ করে দেখেছেন যে, করোনার জেরে প্রায় স্তব্ধ গোটা বিশ্ব। এমন সময়ে সোশ্যাল মিডিয়াই যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে। কিন্তু এর মধ্যে ‘টুইটার’ হল বহুল প্রচলিত একটি মাধ্যম। প্রতিমুহূর্তের আপডেট এখন টুইটারেই বেশি পাওয়া যাচ্ছে।

বিশিষ্টজনরা টুইটারের মাধ্যমেই তাদের বক্তব্য জানাচ্ছেন। বিভিন্ন ছবিও পোস্ট করছেন টুইটারে। লকডাউনে করোনা সংক্রান্ত দেশ বিদেশের নানান তথ্য ঘরে বসেই পেয়ে যাচ্ছে সবাই। এক অসুখে জর্জরিত গোটা পৃথিবী। তাই সোশ্যাল মিডিয়াই এখন গোটা বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। আর গোয়েন্দা সংস্থা ‘জার্মিন ৮’ প্রমাণ করেছে যে, বিশ্বের এই সংকটজনক পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ার মূল কান্ডারি হিসাবে কাজ করছে টুইটার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here