নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
মহামারি ভাইরাসের মোকাবিলায় দীর্ঘ আট মাস লকডাউনের সময় থেকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট স্টেশনের পিআরএস সেন্টার বা প্যাসেন্জার রিজার্ভেশন সিস্টেম এর অফিসটি বন্ধ হয়ে পড়ে রয়েছে।
এরফলে ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিক হলেও কোলাঘাট সহ পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুরের দাশপুর ২ ব্লকের বহু রেলযাত্রীদের রেলের টিকিট রিজার্ভেশনের জন্য দূরবর্তী মেছেদা বা বাগনানে যেতে হচ্ছে, ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার কয়েক হাজার মানুষকে।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত ফ্রান্স রাষ্ট্রপতি, আরোগ্য কামনা করে টুইট মোদীর
আরও পড়ুনঃ ১০০ বছরের মধ্যে ২০২০ সাল সবচেয়ে খারাপ, বলল টাইম ম্যাগাজিন
এলাকার মানুষদের দাবি, অবিলম্বে পুনরায় রিজার্ভেশন কাউন্টারটি খুলতে হবে। আর এই দাবিতে শুক্রবার কোলাঘাট সামাজিক সেবা সমিতির পক্ষ থেকে স্টেশন ম্যানেজার শঙ্কর ঘোষ দস্তিদারের কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়।
সামাজিক সেবা সমিতির সম্পাদক আবিদার মল্লিক জানান,এই পিআরএস সেন্টারটি অবিলম্বে খুলতে হবে। আজ কোলাঘাট স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশনের কপি তুলে দেওয়া হয়। যদি এক সপ্তাহের মধ্যে রেল কর্তৃপক্ষ ব্যবস্থাগ্রহণ না করে তাহলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।তবে স্টেশন ম্যানেজার শঙ্কর বাবু জানান, ডেপুটেশন পেয়েছি,বিষয়টি ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানানো হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584