সমাজকর্মীর দেখানো পথে দু:স্থদের পাশে তার অনুগামীরা

0
29

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

দক্ষিণপাড়ার প্রয়াত ওই সমাজসেবীর দিব্যেন্দু সাহা রায়ের দেখানো পথেই চললেন তাঁর অনুগামীরা। বিশেষ করে এই সঙ্কটের দিনে মানুষের পাশে দাঁড়িয়ে দিব্যেন্দুবাবুর দেখানো পথেই হাঁটলেন তাঁরা। মাত্র ৩৫ বছর বয়সে অসুস্থ হয়ে অকালে দিব্যেন্দুবাবুর মৃত্যু হয়।

social worker | newsfront.co
নিজস্ব চিত্র

তাঁর প্রথম মৃত্যু দিবসে এদিন তার দেখানো পথেই দু:স্থদের পাশে দাঁড়ালেন তার সঙ্গী তথা মালদহের চাঁচলের দক্ষিণপাড়া দুর্গোত্সব কমিটির সদস্যরা। উল্লেখ্য, দিব্যেন্দু ছিলেন দক্ষিণপাড়া দুর্গোত্সব কমিটির প্রতিষ্ঠাতা সদস্য।

আরও পড়ুনঃ খাবার বিলি তৃণমূলের

বুধবার তাঁর প্রথম মৃত্যুবার্ষীকিতে দু:স্থদের আনাজ বিলি করলেন কমিটির সদস্যরা। সারাদিন ধরে পথ চলতি দু:স্থ মানুষদের বিলি করলেন মাস্ক।

এছাড়া দক্ষিণপাড়ার প্রতিটি প্রবীন মানুষ ছাড়াও প্রশাসন ও পুলিশকর্মীদেরও মাস্ক দিলেন। লকডাউনের পর থেকে দক্ষিণপাড়ায় অস্থায়ী বাজার চলছে। বাজারে আলু, পটল, ঝিঙে, কাচালঙ্কা থেকে শুরু করে সবকিছুই পরিমাণ মতো দুঃস্থদের ব্যাগভর্তি করে দেওয়া হয়।

দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির ওই অভিনব উদ্যোদের সাধুবাদ জানিয়েছেন শহরবাসীও। আর বিনে পয়সায় ব্যগভর্তি আনাজপাতি পেয়ে খুশি দু:স্থ মানুষেরাও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here